Advertisement
২৩ অক্টোবর ২০২৪
Online Payment

উৎসব-বাজারে সতর্কবার্তা

দেশের মানুষের একাংশ যে তথ্যের সুরক্ষা নিয়ে চিন্তিত, তা উঠে এসেছে পিডব্লিউসি ইন্ডিয়ার সমীক্ষায়। তবে দেখা গিয়েছে, ক্রেতাদের অধিকাংশের (৫৬%) কাছেই নিজেদের অধিকার রক্ষার বিষয়টি স্পষ্ট নয়।

— প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ০৯:১৫
Share: Save:

উৎসবের মরসুমে ছাড়ের সুবিধা নিতে নেট বাজারে জিনিস কেনা বাড়ে। সাধারণ কেনাকাটাতেও কার্ড বা ইউপিআই-এর ব্যবহার বেশি হয়। এই সব ডিজিটাল লেনদেন নিয়েই ক্রেতাদের সতর্ক করল এনপিসিআই। দেশে ডিজিটাল লেনদেন বা ইউপিআই পরিচালনকারী সংস্থার বার্তা, এই সময় বহু ক্রেতা কেনাকাটার উৎসাহে সুরক্ষার দিকে ততটা নজর দেন না। যা পরে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই নেট ও রাস্তাঘাটের দোকান-বাজারে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং জালিয়াতির হাত থেকে বাঁচতে তাঁদের জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছে তারা। এর মধ্যে আছে—

  • কেনাকাটায় ছাড় বা বিশেষ সুযোগ চোখে পড়লেই সেই সব ওয়েবসাইটে গিয়ে পণ্য কেনা উচিত নয়। আগে তার বৈধতা যাচাই করা জরুরি।
  • ছাড় পেতে সাইটে নথিভুক্ত হতে হলেও বেশি ব্যক্তিগত তথ্য না দেওয়াই ভাল। তথ্য চুরির ভয় থাকে।
  • খোলা জায়গায় সকলের জন্য ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে কেনাকাটা ঠিক নয়। হ্যাকারদের হাতে তথ্য যাওয়ার আশঙ্কা বেশি।
  • কেনাকাটার সময়ে টাকা দেওয়ার আগে পেমেন্ট লিঙ্ক যাচাই করা দরকার। জালিয়াতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায়।
  • হ্যাকিং ঠেকাতে লেনদেন সাইট বা অ্যাপের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি।

দেশের মানুষের একাংশ যে তথ্যের সুরক্ষা নিয়ে চিন্তিত, তা উঠে এসেছে পিডব্লিউসি ইন্ডিয়ার সমীক্ষায়। তবে দেখা গিয়েছে, ক্রেতাদের অধিকাংশের (৫৬%) কাছেই নিজেদের অধিকার রক্ষার বিষয়টি স্পষ্ট নয়। মাত্র ১৬% এই সংক্রান্ত আইন সম্পর্কে জানেন। ৬৯ শতাংশের ধারণা নেই কী ভাবে কোনও সংস্থাকে দেওয়া সম্মতি (তথ্যের ব্যবহারের) ফিরিয়ে নিতে হয়। সংস্থাগুলিরও তথ্য নিরাপদ রাখার বিষয়টিতে খামতি রয়েছে।

অন্য বিষয়গুলি:

Online Payment Financial Fraud Fraud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE