Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Sensex and nifty

দু’পা এগিয়ে এক পা পিছোল সেনসেক্স, ১০০ পয়েন্ট পড়ে ৮০ হাজারের ঘরেই সূচক

২৬ নভেম্বর আগের গতি ধরে রাখতে পারল না কেউই। বাজার বন্ধের পর সেনসেক্স ও নিফটি উভয়ের সূচকেই পতন দেখা গিয়েছে।

Nifty and Sensex broke their two-day winning streak on November 26

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৬:৩৬
Share: Save:

সূচক কিছুটা নামলেও ৮০ হাজারের ঘরেই রইল সেনসেক্স। সোমবার হাজার পয়েন্ট বাড়লেও সপ্তাহের দ্বিতীয় দিনে খানিকটা পড়ল সেনসেক্স। গত দু’দিনের শক্তিশালী সেশনের পর আজ বম্বে স্টক এক্সচেঞ্জ থেমেছে ৮০ হাজারেই। ‘মহাজুটি’র জয়ের কারণে ২৫ নভেম্বর সেনসেক্সে রকেট গতির উত্থান দেখেছিল বাজার। নিফটিও চাঙ্গা হয় এ দিন। ২৬ নভেম্বর সেই গতি ধরে রাখতে পারল না কেউই। বাজার বন্ধের পর সেনসেক্স ও নিফটি উভয়ের সূচকেই পতন দেখা গিয়েছে।

মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) খোলার সময়ে ৮০,৪১৫.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের শেষে অনেকটাই নেমে ওই সূচক ৮০,০০৪ পয়েন্টে নেমে আসে। এ দিন পয়েন্ট কমেছে ১০৫.৭৯ পয়েন্ট কমেছে সেনসেক্স। শতাংশের নিরিখে যা ০.১৩ শতাংশ কম। সারা দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৪৮২.৩৬ পয়েন্টে উঠেছিল বিএসইর সূচক।

এ দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) বন্ধ হওয়ার পর দেখা যায় ২৪,১৯৪.৫০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সূচক। গতকাল বাড়লেও এ দিন ২৭.৪০ পয়েন্ট নিম্নমুখী হয়ে যায় নিফটির সূচক। এই বাজার ০.১১ শতাংশ হ্রাস পেয়েছে। দিনের শুরুতে ২৪,৩৪৩.৩০ পয়েন্টে দাঁড়িয়েছিল এনএসই। যা দিনের মধ্যে সর্বোচ্চ। নিফটিতে সবচেয়ে লাভবান হয়েছেন শ্রীরাম ফিনান্স, ব্রিটানিয়া, ভারত ইলেকট্রিক , এশিয়ান পেন্টসএবং ইনফোসিসের লগ্নিকারীরা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

অন্য বিষয়গুলি:

Sensex Down Nifty Down Stock Trading Share Bazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy