Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Tax

কর নিয়ে ব্যাখ্যা চায় ফান্ড

অ্যাম্ফির আশঙ্কা, ডিভিডেন্ড বণ্টন কর তোলা, উৎসে কর বসানো, নতুন কর কাঠামোয় ছাড় তুলে দেওয়ার মতো সিদ্ধান্তে ধাক্কা খাবে ফান্ড শিল্প।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১০
Share: Save:

বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন বিকল্প আয়কর কাঠামো আনার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি ডিভিডেন্ড বণ্টন কর তোলা ও মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড বাবদ আয় ৫০০০ টাকার বেশি হলে অতিরিক্ত আয়ে ১০% উৎসে কর (টিডিএস) কাটার কথাও বলেছেন। এই সব বিষয়ে ফান্ড সংস্থাগুলির মধ্যে ধন্দ তৈরি হয়েছে। যা মেটাতে প্রত্যক্ষ কর পর্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছে সংশ্লিষ্ট শিল্পের সংগঠন অ্যাম্ফি। সিইও এন এস ভেঙ্কটেশ জানান, প্রয়োজনে কেন্দ্রের সঙ্গেও কথা বলা হবে।

অ্যাম্ফির আশঙ্কা, ডিভিডেন্ড বণ্টন কর তোলা, উৎসে কর বসানো, নতুন কর কাঠামোয় ছাড় তুলে দেওয়ার মতো সিদ্ধান্তে ধাক্কা খাবে ফান্ড শিল্প। কারণ, এখন ইএলএসএসের মতো ফান্ডে লগ্নিতে করছাড় মেলে। ডিভিডেন্ডে কর না-বসায় মানুষ উৎসাহী হন এই ধরনের লগ্নিতে। যা কমবে বলে তাদের আশঙ্কা। তবে ফান্ডের ডিভিডেন্ডেই শুধু কর বসবে বলে জানিয়েছে কর পর্ষদ। ইউনিট ভাঙানোয় নয়।

অন্য বিষয়গুলি:

TAX Mutual Fun Income Tax Budget 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE