Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Mukesh Ambani

মুকেশের ঝুলিতে এ বার ফিউচারের বিগ বাজার

কিশোর বিয়ানির হাতে গড়া সেই ফিউচার গোষ্ঠী, যারা প্যান্টালুন্স ও বিগ বাজারের মতো ব্র্যান্ডের হাত ধরে ভারতের খুচরো বিপণি মানচিত্র বদলের কৃতিত্বের দাবিদার।

মুকেশ অম্বানী—ফাইল চিত্র।

মুকেশ অম্বানী—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২০ ০৫:২১
Share: Save:

জল্পনা ছিলই। তা সত্যি করে শনিবার ফিউচার গোষ্ঠীর খুচরো, পাইকারি ও পণ্য পরিবহণ, গুদামের ব্যবসার রাশ হাতে নেওয়ার কথা জানাল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। কিশোর বিয়ানির হাতে গড়া সেই ফিউচার গোষ্ঠী, যারা প্যান্টালুন্স ও বিগ বাজারের মতো ব্র্যান্ডের হাত ধরে ভারতের খুচরো বিপণি মানচিত্র বদলের কৃতিত্বের দাবিদার। প্যান্টালুন্স এর আগেই গিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠীর হাতে। এ বার রিলায়্যান্সের শাখা রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্সের কাছে বিক্রি হচ্ছে ব্র্যান্ড ফ্যাক্টরি, এফবিবির মতো ফ্যাশন এবং বিগ বাজার, ইজ়ি ডে-র মতো দৈনন্দিন পণ্যের বিপণির ব্র্যান্ড।

দুই সংস্থার ঘোষণা অনুসারে, এই ব্যবসা কিনতে মোট ২৪,৭১৩ কোটি টাকা ঢালবে রিলায়্যান্স। ভবিষ্যতে আরও ১৬০০ কোটি লগ্নির পথও খোলা রাখছে মুকেশের অম্বানীর সংস্থা। সংশ্লিষ্ট মহলের মতে, এই অধিগ্রহণের হাত ধরে টেলিকমের মতোই দেশের খুচরো ব্যবসায় প্রতিযোগিতা আরও তীব্র হবে। সেই দৌড়ে রিলায়্যান্সের প্রতিদ্বন্দ্বী মার্কিন বহুজাতিক অ্যামাজ়ন ও ওয়ালমার্টের শাখা ফ্লিপকার্ট। তবে ফিউচার গোষ্ঠীতে অ্যামাজ়নের ১.৩% অংশীদারির কী হবে, তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষ। গত বছরই যে শেয়ার কিনেছে তারা।

তেল ব্যবসার সমস্যার মধ্যে গত কয়েক মাসে জিয়ো প্ল্যাটফর্মের ৩০ শতাংশেরও বেশি শেয়ার বেচে ঋণমুক্ত হয়েছে রিলায়্যান্স। তার পরে যে তারা খুচরো ব্যবসাকে পাখির চোখ করে এগোবে, তা প্রত্যাশিত ছিল মুকেশের কথায়।

জল্পনা রয়েছে ৩-৫ বছরের মধ্যে রিটেল শাখাকে বাজারে নথিভুক্তও করতে পারে রিলায়্যান্স। অন্য দিকে, করোনার ধাক্কায় দীর্ঘ দিন ধরে বিপণি বন্ধ থাকায় ধাক্কা খেয়েছে ফিউচার। এই অবস্থায় গাঁটছড়া হওয়ারই ছিল বলে মত অনেকের।

এ দিন মুকেশের মেয়ে তথা রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্সের ডিরেক্টর ঈশা অম্বানী বলেন, ‘‘এই অধিগ্রহণের মাধ্যমে ফিউচার গোষ্ঠীকে ঘরে জায়গা দিতে পেরে খুশি।’’ আর করোনা ও অর্থনীতির সমস্যার কথা তুলে বিয়ানি জানিয়েছেন, ‘‘এই পুনর্গঠন তার সমাধানে সাহায্য করবে।’’

কেনা

• ফিউচার রিটেল, ফিউচার লাইফস্টাইল ফ্যাশন্স, ফিউচার কনজ়িউমার, ফিউচার সাপ্লাই চেন্স এবং ফিউচার মার্কেট নেটওয়ার্কসকে এক ছাতার তলায় আনবে ফিউচার গোষ্ঠী। নাম হবে ফিউচার এন্টারপ্রাইজ়েস।
• ফিউচার এন্টারপ্রাইজ়েসের খুচরো ও পাইকারি ব্যবসা এবং পণ্য পরিবহণ ও গুদাম ব্যবসা কিনবে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়।
• এ জন্য শাখা সংস্থা রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্সের মাধ্যমে মোট ২৪,৭১৩ কোটি টাকা ঢালবে তারা।
• মুকেশ অম্বানীর ঝুলিতে ঢুকবে ফিউচার রিটেলের ১৫৫০টি ও ফিউচার লাইফস্টাইল ফ্যাশনের ৩৫৪টি বিপণি।
• হাতে আসবে বিগ বাজার, ব্র্যান্ড ফ্যাক্টরি, এফবিবি, ইজ়ি ডে, হেরিটেজ ফ্রেশ, ডব্লিউএইচ-স্মিথ।
• এ ছাড়াও ভবিষ্যতে ফিউচার এন্টারপ্রাইজ়েসে আরও লগ্নির পথ খোলা রাখছে রিলায়্যান্স।
• আরআইলের লগ্নি দিয়ে ধার মেটাবে কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী।
• তবে চুক্তির আওতায় থাকছে না ফিউচারের বিমা ও আর্থিক পরিষেবা ব্যবসা।

বেচা


• ইতিমধ্যেই মোট ১৩টি সংস্থাকে জিয়ো প্ল্যাটফর্মের ৩২.৯৭% অংশীদারি বিক্রি করে রিলায়্যান্সের ঘরে এসেছে ১,৫২,০৫৫ কোটি।
• তালিকায় রয়েছে গুগ্ল, ফেসবুক, কেকেআর, মুবাদলা, কোয়ালকম ভেঞ্চার্স, সিলভার লেকের মতো সংস্থা।
• রাইটস ইসু ও বিপি-র সঙ্গে গাঁটছড়া ধরলে সংগ্রহ ২.১২ লক্ষ কোটি।
• এ সবের হাত ধরে ঋণমুক্ত হয়েছে তারা, ২০২১ সালের মার্চের বহু আগেই।

অন্য বিষয়গুলি:

Mukesh Ambani Future Group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy