মাইক্রোম্যাক্স এর নতুন অ্যান্ড্রয়েড টেলিভিশন। ছবি- টুইটার।
ভারতীয় বাজারে মাইক্রোম্যাক্স লঞ্চ করল তিনটি গুগুল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টেলিভিশন। আজ থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে নতুন ওই টেলিভিশন সিরিজ।
নতুন এই টিভির আসপেক্ট রেশিও ১৬:৯। ৩২, ৪০ এবং ৪৩ ইঞ্চি স্ক্রিনের মাপে তিনটি নতুন মডেল বাজারে আসছে। যার দাম শুরু হবে ১৩ হাজার ৯৯৯ টাকা থেকে। ওই মডেলগুলিতে থাকছে গুগ্ল প্লে স্টোর, সঙ্গে থাকবে ক্রোমকাস্ট এবং গুগ্ল অ্যাসিস্ট্যান্টের সুবিধা। অর্থাৎ, আপনার মুখের কথাতে এ বার থেকে কাজ করবে টিভিও। এ ছাড়া এতে গুগ্ল থেকে গেমস্, গান এবং সিনেমা দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। থাকছে ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকটিভিটির সুবিধা। এতে ডলবি ডিজিটাল সাউন্ডেরও ব্যবহার করা হয়েছে। যা আপনার টিভি দেখার অভিজ্ঞতাকে করে তুলবে আরও আকর্ষণীয়।
আরও পড়ুন : ভারতের বাজারে এল সোনির সবচেয়ে ছোট ক্যামেরা, দাম...
The Micromax Google certified TV is here to hook you with a cinematic experience. Powered by the latest Android Pie, the TV packs a punch & effortlessly lets you enjoy your favorite apps, games, movies, music & more!
— IN by Micromax #IN1b (@Micromax__India) July 10, 2019
Know more : https://t.co/5c51L3fMWd pic.twitter.com/rEPG4bxe9P
তবে, মাইক্রোম্যাক্সের তরফে এই নতুন টিভি সিরিজ সম্পর্কে তেমন কিছু তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি। মাইক্রোম্যাক্স ইনফরম্যাটিক্সের ডিরেক্টর রোহন আগরওয়াল তাঁদের এই নতুন টিভি লঞ্চ সম্পর্কে জানিয়েছেন, বিভিন্ন রকম অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত গুগ্লের এই অ্যান্ড্রয়েড টিভি এন্টারটেনমেন্টের দুনিয়ায় তুলবে নতুন এক ঝড়।
আরও পড়ুন : ইতালীয় সংস্থা ভারতে আনছে নতুন অত্যাধুনিক গাড়ি, জেনে নিন এর বিস্তারিত তথ্য
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy