Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Meesho

লাভ দেখার পরেই শেয়ার ছাড়বে মিশো

প্রায় আট বছর আগে যাত্রা শুরু করেছিল মিশো। সিএফও ধীরেশ বনসল সম্প্রতি জানান, ব্যবসা ‘না লাভ-না ক্ষতির’ জায়গায় পৌঁছেছে। খরচ কমানোর নানা পদক্ষেপে ভর করেই এখন মুনাফার আশা।

IPO

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ০৮:১৫
Share: Save:

সব কিছু ঠিক চললে চলতি অর্থবর্ষেই লাভের মুখ দেখার আশা ই-কমার্স সংস্থা মিশোর। তার পরে বাজারের হাল ঠিক থাকলে আগামী অর্থবর্ষে (২০২৪-২৫) প্রথম শেয়ার (আইপিও) ছেড়েপুঁজি সংগ্রহে নামতে পারে তারা।

প্রায় আট বছর আগে যাত্রা শুরু করেছিল মিশো। সিএফও ধীরেশ বনসল সম্প্রতি জানান, ব্যবসা ‘না লাভ-না ক্ষতির’ জায়গায় পৌঁছেছে। খরচ কমানোর নানা পদক্ষেপে ভর করেই এখন মুনাফার আশা। ব্যবসার সেই ধারাবাহিকতা বজায় থাকলে এবং বাজার স্থিতিশীল হলে বছরখানেকের মধ্যে মিশো আইপিও আনতে পারে।

বনসলের দাবি, ২০২১-এর তুলনায় গত বছর মিশোর সাইটে পণ্য কেনাকাটার সংখ্যা (অর্ডার) দ্বিগুণ বেড়ে ছুঁয়েছে ৯১ কোটি। বিক্রীত পণ্যের মোট মূল্য দ্বিগুণের বেশি বেড়ে হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। তবে সম্প্রতি প্রায় ২৫০ কর্মীকে ছাঁটাই করেছে তারা। যদিও সেই পথে হেঁটেই মুনাফার পরিকল্পনা, এই অভিযোগ মানতে নারাজ ধীরেশ। বরং তাঁর দাবি, বাড়তি খরচ এবং অপচয়ে রাশ টানা হয়েছে। কাজ হারানো কর্মীদের সুযোগ খুঁজে দিতেও সাহায্য করছেন তাঁরা।

ভারতে ই-কমার্স ব্যবসার সম্ভাবনা সম্পর্কে আশাবাদী ধীরেশ। তাঁর দাবি, এখানে মোট খুচরো ব্যবসার মাত্র ৫% নেট বাজার। যা চিনে (২৩%-২৪%) ও ইন্দোনেশিয়ায় (১৫%)। ফলে দেশে ব্যবসা বিস্তারের সুযোগ বিপুল।

অন্য বিষয়গুলি:

IPO Share Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE