প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সঙ্গে কর্মী রাজ্য বিমা যোজনাকে (ইএসআইসি) মেশানোর প্রস্তাব গৃহীত হল। শুক্রবার দিল্লিতে ইএসআই-এর মেডিক্যাল বেনিফিট কাউন্সিলের বৈঠকে তা অনুমোদিত হয়েছে বলে শ্রম মন্ত্রক জানিয়েছে। ফলে এখন থেকে ইএসআই-এর সদস্যেরা আয়ুষ্মান ভারতের অধীনে চিকিৎসার সুবিধা পাবেন।
আয়ুষ্মান ভারতের অধীনে প্রতি বছর পরিবার পিছু চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা মেলে। কেন্দ্রের দাবি, এটি সারা বিশ্বে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার বৃহত্তম প্রকল্প। ইএসআই-এর আওতায় নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত বেতন পান এমন কর্মীরা নির্দিষ্ট হাসপাতালে রোগের চিকিৎসা করাতে পারেন। এ ছাড়াও রয়েছে আরও সুবিধা।
আজ রাজ্যগুলির জন্য কমন সাপোর্ট মিশন প্রকল্পটি কার্যকর করার প্রস্তাবেও সায় দিয়েছে পরিষদ। এতে রাজ্যগুলিতে ইএসআই-এর সদস্যদের চিকিৎসা পরিষেবার উন্নতির ব্যবস্থা
রয়েছে। তাঁদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষাতেও সায় দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য, কঠিন রোগ থাকলে শুরুতেই তা জানার ব্যবস্থা করা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy