বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে এটিএম ব্যবহারের খরচ বাড়ানোর সম্মতি দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফলে মে মাস থেকে নির্দিষ্ট সীমার বাইরে এটিএম ব্যবহারের ক্ষেত্রে ২৩ টাকা পর্যন্ত ফি গুনতে হবে সাধারণ গ্রাহকদের। সঙ্গে যোগ হবে জিএসটি। এই পদক্ষেপ সম্পর্কে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তাঁর অভিযোগ, ব্যাঙ্কগুলিকে ‘কালেকশন এজেন্ট’ হিসেবে ব্যবহার করছে কেন্দ্র। বিভিন্ন ধরনের পরিষেবা থেকে ব্যাঙ্কের কত রোজগার হয়, সে সংক্রান্ত হিসাব আগে সংসদে দেওয়া হত। এখন ‘শীর্ষ ব্যাঙ্কের কাছে এই ধরনের তথ্য নেই’ দাবি করে তা-ও দেওয়া বন্ধ করেছে মোদী সরকার।
শনিবার ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবার ফি এবং জরিমানা নিয়ে এক্স-এ দীর্ঘ পোস্ট করেন খড়্গে। তাঁর বক্তব্য, ‘‘চড়া মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ এমনিতেই নাজেহাল। তারই উপরে কেন্দ্র লাগামছাড়া ভাবে ‘লুটপাট’ চালিয়ে যাচ্ছে।... ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে সেভিংস অ্যাকাউন্ট এবং জনধন অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকার ক্ষেত্রে জরিমানা আদায়ের নামে গ্রাহকদের থেকে ৪৩,৫০০ কোটি টাকা নিয়েছে মোদী সরকার। অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে বছরে ফি দিতে হয় ১০০-২০০ টাকা। ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইতে গেলেও ৫০-১০০ টাকা নেওয়া হয়।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)