প্রতীকী ছবি
উৎসবের মরসুমে বাজারে চাহিদা এবং নগদের জোগান বাড়াতে দুই ধাপে দেশের ৪০০টি জেলায় ঋণ মেলা করার সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বৈঠকে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রথম পর্যায়ের কর্মসূচি। এই দফায় ২৫০টি জেলায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্দেশ্য, ছোট সংস্থার পাশাপাশি কৃষি, গৃহ, গাড়ি, শিক্ষা, ব্যক্তিগত-সহ বিভিন্ন খুচরো ঋণ সহজলভ্য করা। দেওয়ালির আগে ২১ থেকে ২৫ অক্টোবর বাকি ১৫০টি জেলায় এই ঋণ মেলা হবে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক জানিয়েছেন, সাধারণ মানুষের হাতে সহজে ঋণ পৌঁছে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে ঠিকই। তবে নথি এবং বিধির ব্যাপারে কোনও রকম আপস করা হবে না। অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপের চেষ্টা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠকে ঋণ মেলা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তার পরে বেসরকারি ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকেও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদন জানান নির্মলা। সেই অনুযায়ী কয়েকটি জেলায় যোগ দিতে পারে সিডবি, গৃহঋণ সংস্থা, এনবিএফসিগুলিও ঋণ মেলায় যোগ দিতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy