কেটিএম আরসি-১২৫, ছবি সৌজন্যে: টুইটার
অবশেষে আত্মপ্রকাশ করল কেটিএমের বহুল চর্চিত বাইক কেটিএম আরসি-১২৫। কেটিএমের এই বাইকটির দাম প্রায় ১.৪৭ লক্ষ টাকা। দিল্লিতে এক্স শোরুম প্রাইস তেমনই হবে বলে প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে। আরসি-১২৫ ভারতের প্রায় ৪৭০টি শোরুমে পাওয়া যাবে। বুকিং শুরু হবে চলতি মাসের শেষ থেকে।
কেটিএমের এই মডেলটিতে রেসিংয়ের সমস্ত উপকরণই রয়েছে। এই মডেলটিতে ফ্যাশনবেল লুকের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় তা বাইকপ্রেমীদের মনে ভালই ধরবে বলে মনে করা হচ্ছে। কেটিএমের আইকনিক স্টিল ফ্রেম আর ফ্রন্ট সাসপেনসন এই মডেলে এনেছে স্বাচ্ছন্দ্য। তার সঙ্গেই ট্রিপল ক্ল্যাম্প হ্যান্ডল বারের দৌলতে বাইকটিতে পাওয়া যাবে স্পোর্টি হ্যান্ডেলিংয়ের মজা। প্রধানত দু’টি রঙে এই বাইকটি বাজারে পাওয়া যাবে।
আরসি-১২৫ বাইকে রয়েছে ১২৪.৭ সিসি সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন যা ১২পিএসআই উচ্চক্ষমতাসম্পন্ন টর্ক উৎপাদন করতে সক্ষম। এ ছাড়াও এই বাইকে রয়েছে অত্যাধুনিক সিক্স স্পিড ট্র্যান্সমিশন। বাইকটির সামনে রয়েছে ৩০০ মিমির বেশ বড় ডিস্ক আর পিছনেও অন্যান্য বাইকের তুলনায় বেশ বড় ২৩০ মিমির ডিস্ক রয়েছে। বাইকটির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই বাইকে রয়েছে সিঙ্গল চ্যানেল অ্যান্টি ব্রেকিং সিস্টেম (এবিএস)। ব্রেক কষলে যাতে পিছলে গিয়ে দুর্ঘটনা না ঘটে সে ক্ষেত্রে এটি বিশেষ কার্যকরী।
বাইকের ওজনও খুব একটা বেশি নয়, ১৫৪.২ কিলোগ্রাম। তেলের ট্যাঙ্কও অপেক্ষাকৃত ছোট ৯.২ লিটার। বাজাজের ভাইস প্রেসিডেন্ট সুমিত নারাং জানান, রেসিং ট্র্যাক এবং শহরের রাস্তার কথা মাথায় রেখেই বাইকটি বানানো হয়েছে। এই বাইকে কেটিএমের থ্রিল থেকে অ্যাডভেঞ্চার— সবই পাওয়া যাবে।
আরও পড়ুন:ফেসবুকের ডিজিটাল মুদ্রা কি বদলে দেবে আর্থিক লেনদেনের বিশ্বব্যবস্থা!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy