Advertisement
২৬ নভেম্বর ২০২৪

কলকাতা থেকে বন্ধ এটিআর৪২

কলকাতা থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যাতায়াত করত ৪২ আসনের এটিআর-৪২ বিমান। এ বার গুটিয়ে ফেলা হল সেই পরিষেবা।

এটিআর-৪২।—ফাইল চিত্র।

এটিআর-৪২।—ফাইল চিত্র।

সুনন্দ ঘোষ
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০০
Share: Save:

কলকাতা থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যাতায়াত করত ৪২ আসনের এটিআর-৪২ বিমান। এ বার গুটিয়ে ফেলা হল সেই পরিষেবা। জানুয়ারির শেষের দিকে শহর থেকে যাত্রা করেছে শেষ বিমানটি। তার জায়গায় এসেছে এটিআর-৭২।

১৯৯৩ সালে তৈরি এটিআর-৪২ বিমানের পরিষেবা কলকাতা থেকে শুরু হয় ২০০২ সালে। কিন্তু প্রায় ২৫ বছরের পুরনো এই বিমানে যাত্রার ঝুঁকি নিয়ে বেশ কিছু দিন ধরে প্রশ্ন উঠছিল। পাশাপাশি, কলকাতা থেকে বার বার এটিআর-৭২ বিমান চালানোর দাবিও ছিল। সে কারণেই শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হল এটিআর-৪২। এক সময়ে ওই বিমানের রক্ষণাবেক্ষণের জন্য কলকাতায় তার ইঞ্জিনিয়ারিং বেসও তৈরি করা হয়েছিল। এখন এটিআর-৭২ বিমানের রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে সেখানে।

এটিআর-৪২ বিমান চালাত এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা অ্যালায়েন্স। কলকাতা থেকে তা গুয়াহাটি, শিলং, লীলাবাড়ি, তেজপুর, যোরহাটে যেত। তার জায়গায় ইতিমধ্যেই ৭২ আসনের নতুন দু’টি এটিআর-৭২ বিমান শহরে এনেছে সংস্থা। মার্চে আরও একটি নতুন এটিআর-৭২ আসার কথা।

অন্য বিষয়গুলি:

ATR-42 ATR-72 Air India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy