কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক সম্প্রতি বলেছেন, “সঞ্চয় এবং লগ্নির ক্ষেত্রে সাধারণ মানুষের সিদ্ধান্তের উপরে বাজারের অতিরিক্ত প্রভাব অর্থনীতির পক্ষে ইতিবাচক নয়।’’ এই মন্তব্যকে হাতিয়ার করে শেয়ার এবং ঋণপত্রের বাজারে পেশাদারি নিয়ন্ত্রণ বৃদ্ধির পক্ষে সরব হল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, বাজার নিয়ন্ত্রক সেবি-কে ঢেলে সাজানোর প্রয়োজন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার রমেশ এক্স-এ লিখেছেন, সম্প্রতি কোটাক ব্যাখ্যা করেছেন, জনগণের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর্থিক বাজার, আর্থিক সংস্থা এবং আর্থিক ভাবে শক্তিশালী ব্যক্তিদের প্রভাব অতিমাত্রায় পড়লে তা ভারতের মতো দেশের অর্থনীতির ক্ষতি করতে পারে। কারণ, সে ক্ষেত্রে শেয়ার বা ঋণপত্রের দাম কৃত্রিম ভাবে চড়ে রয়েছে কি না, তার বাছবিচার না করেই নিজেদের সঞ্চয় শেয়ারে ঢালেন মানুষ। আবার কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, এখন শেয়ার বাজারে নথিভুক্ত সমস্ত সংস্থার মোট শেয়ারমূল্য দেশের জিডিপির থেকে ১৪০% বেশি। শিল্প সংস্থাগুলির মুনাফা বৃদ্ধির হার এবং শেয়ারমূল্যের অনুপাত ঠিক কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন আছে। এই প্রেক্ষিতে রমেশের বক্তব্য, দেশের আর্থিক বাজারে আরও পেশাদারি নিয়ন্ত্রণ প্রয়োজন। সেবি-রও খোলনলচে বদল হওয়া উচিত।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)