Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
IOCL

রাজ্যে লগ্নি ৩০০০ কোটি

বৃহস্পতিবার কেন্দ্রের দাবি, দু’টি প্রকল্প মিলিয়ে লগ্নির অঙ্ক প্রায় ৩০০০ কোটি টাকা। আজ শুক্রবার দু’দিনের রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেগুলির উদ্বোধন করবেন।

Representative Image

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ০৮:৩৮
Share: Save:

অশোধিত তেল জোগাতে হলদিয়া-বারাউনি পাইপলাইন তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা আইওসি। রান্নার গ্যাসের (এলিপিজি) সরবরাহ বাড়াতে খড়্গপুরে খুলছে বটলিং কারখানাও। বৃহস্পতিবার কেন্দ্রের দাবি, দু’টি প্রকল্প মিলিয়ে লগ্নির অঙ্ক প্রায় ৩০০০ কোটি টাকা। আজ শুক্রবার দু’দিনের রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেগুলির উদ্বোধন করবেন।

সংস্থা সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এখন আইওসি-র পাঁচটি (বজবজ, কল্যাণী, দুর্গাপুর, মালদহ, রানিনগর) বটলিং কারখানা। খড়্গপুরের বিদ্যাসাগর শিল্প পার্কে খুলছে ষষ্ঠটি। ৪৫ একরে তা হয়েছে ২০০ কোটি টাকারও বেশি খরচে। দিনে আট ঘণ্টার একটি শিফ্‌টে ১৭ হাজার সিলিন্ডারে গ্যাস ভরা যাবে। প্রয়োজনে শিফট বাড়তেও পারে। কেন্দ্রের দাবি, রাজ্যের প্রায় ১৪.৫ লক্ষ গ্রাহকের চাহিদা মেটাবে নয়া কারখানা। হলদিয়া থেকে পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে অশোধিত তেলের জোগান বাড়াতে আইওসি হলদিয়া-বারাউনি পাইপলাইন (৫১৮ কিলোমিটার) গড়তে ২৭৯০ কোটি টাকা ঢেলেছে বলেও এ দিন জানিয়েছে কেন্দ্র। যা তেল জোগাবে বারাউনি, বঙ্গাইগাঁও, গুয়াহাটির শোধনাগারে। তাদের দাবি, এতে পরিবহণে প্রায় ৬০০ কোটি টাকা বাঁচবে। সরবরাহ ব্যবস্থা হবে নিরাপদ ও দূষণহীন।

অন্য বিষয়গুলি:

Indian Oil Corporation Limited
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy