প্রতীকী ছবি।
দু’মাস বৃদ্ধির পরে নভেম্বরে শিল্পোৎপাদন ফের ১.৯% নেমে গিয়েছিল। ধাক্কা খেয়েছিল কল-কারখানায় উৎপাদন, মূলধনী পণ্য, এমনকি ভোগ্যপণ্যও। অর্থনীতির ছন্দে ফেরা নিয়ে আবার আশা জাগিয়ে ডিসেম্বরে ২০১৯-এর একই সময়ের তুলনায় ১% বাড়ল শিল্পোৎপাদন। ১৬ মাসের সর্বনিম্ন হয়ে স্বস্তি জুগিয়েছে খুচরো মূল্যবৃদ্ধিও। জানুয়ারিতে আগের বছরের এই মাসের চেয়ে তা দাঁড়িয়েছে ৪.০৬%। আনাজ-সহ খাদ্যপণ্যের দাম কমাই যার কারণ। ডিসেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি ছিল ৪.৫৯%। সংশ্লিষ্ট মহলের দাবি, চাহিদাকে চাঙ্গা করতে রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর পথ চওড়া হল এতে।
শিল্প ও মূল্যবৃদ্ধি, শুক্রবার দুই পরিসংখ্যানই প্রকাশ করেছে কেন্দ্র। দেখা গিয়েছে, মূলত কল-কারখানায় উৎপাদন ১.৬% বেশি হওয়াতেই ফের বৃদ্ধির কক্ষপথে ফিরেছে শিল্প। নভেম্বরে তা ১.৭% কমায় দেশে আর্থিক কর্মকাণ্ডে গতি ফেরা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞেরা। ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ার ইঙ্গিত দিয়ে এ বার ৫.১% বেড়েছে বিদ্যুতের উৎপাদন। ভোগ্যপণ্যও বৃদ্ধিতে ফিরেছে। তবে খনন সঙ্কুচিতই।
সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, অর্থনীতির ঝিমুনিতে ২০১৯ সালের ডিসেম্বরেও শিল্পবৃদ্ধির হার ছিল মাত্র ০.৪%। ফলে চাহিদা ও উৎপাদন এখন বাড়লেও, এই ডিসেম্বরের হিসেব আগের বছরের নীচু ভিতের উপরে দাঁড়িয়ে। গত মার্চে লকডাউনের ধাক্কায় শিল্প তলিয়ে গিয়েছিল ১৮.৭%।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy