প্রতীকী ছবি।
বিশ্ব বাজারে অর্থোডক্স চায়ের চাহিদা বেশি হলেও ভারতে সেই চায়ের উৎপাদন অনেক কম। ফলে রফতানি বাজারে পিছিয়ে যাচ্ছে ভারত। কিন্তু সিটিসি-র চেয়ে অর্থোডক্স চা তৈরি খরচ কেজিতে প্রায় ২৪ টাকা বেশি হওয়ায় বাগানগুলি সেই চা তৈরিতে সহজে উৎসাহী হয় না। তাই এই চা তৈরির ভর্তুকি সেই হারে বাড়াতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার সংগঠনের ১৩৬তম বার্ষিক সভায় চেয়ারম্যান বিবেক গোয়েন্কা ওই আর্জি জানান। তাঁর বক্তব্য, এক দিকে দেশে চায়ের উৎপাদন বাড়লেও সেই হারে মাথা পিছু চা পানের হার বাড়ছে না। ফলে বাজারে উদ্বৃত্ত চায়ের পরিমাণ হওয়ায় দাম উঠছে না। উদ্বৃত্ত চা যে রফতানি বাজারে যাবে, শিল্পকর্তাদের মতে সেই সম্ভাবনাও কম। কারণ, বিশ্ব বাজারে অর্থোডক্স চায়ের কদর বেশি হলেও ভারতে তা কম তৈরি হয়। বিবেকের দাবি, এতে রাশিয়া, ইরান, সিরিয়ার মতো দেশের বাজার হারিয়েছে ভারত।
তিনি জানান, অর্থোডক্স চায়ের উৎপাদনে বাগানগুলিকে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে কেজি প্রতি তিন টাকা ভর্তুকি দেয় টি বোর্ড। এ বার তা বাড়ানোর দাবি তুলছেন তাঁরা। এ দিন সেখানে বোর্ডের চেয়ারম্যান তথা চা শিল্পের অন্যতম কর্তা প্রভাত বেজবড়ুয়া ভর্তুকি কিছুটা বাড়ানোর আশ্বাস দেন। তবে আগে ডেপুটি চেয়ারম্যান অরু কুমার মিত্র ভর্তুকির বিপক্ষেই সওয়াল করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy