অটোমোবাইল শিল্পে ১০ লাখের বেশি মানুষের চাকরি চলে যেতে পারে। ছবি সৌজন্য: শাটারস্টক।
ভারতের সবথেকে বড় শিল্প হল অটোমোবাইল শিল্প। কিন্তু চলতি বছরে গাড়ি বিক্রির হার কমে যাওয়ায় এই শিল্পতে ধস নেমেছে। নতুন ভাবে যন্ত্রাংশ উৎপাদন করার প্রয়োজন পড়ছে না। তাই কর্মী সঙ্কোচনের আশঙ্কা প্রকট হচ্ছে।
একটি গাড়ি প্রস্তুত করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রাংশের প্রয়োজন হয়। সেইসব যারা তৈরি করেন, গাড়ি বিক্রি না হওয়ার জন্য তাঁদের আর নতুন ভাবে তা তৈরি করার প্রয়োজন পড়ছে না। যার ফলে কর্মাচারিদের অনেকেই মনে করছেন তাঁদের চাকরি নিয়ে ভবিষ্যতে টানাটানি হতে পারে।
গাড়ি বিক্রি কমে আসছে, যার ফলে ১০ লাখের বেশি মানুষের চাকরি চলে যাবে বলে জানাল অটোমোবাইল সেক্টরের প্রধানরা।
প্রতিদিন যাত্রীরা যেসব গাড়িতে চলাচল করেন অর্থাৎ বাস, ট্যাক্সি, অটো- সেইসব গাড়ির ১৮.৪ শতাংশ বিক্রি কমে গেছে।
অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোশিয়েশন অফ ইন্ডিয়া-র সভাপতি রাম ভেঙ্কাতারামনি বুধবার জানান, এই ভাবে যদি বিক্রির হার নামতে থাকে তা হলে যন্ত্রাংশ নতুন ভাবে উৎপাদনের প্রয়োজন পড়বে না। ভারত জুড়েও বহু মানুষের চাকরি চলে যাবে। এই ধরনের অতিমন্দা ভারতে অর্থনৈতিক দিকেও ক্ষতির কারণ।
আরও পড়ুন: জিএসটি বৈঠক হঠাৎ পিছোল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy