Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
India Lockdown

ফোনের বিল নেটেই

আজকের পর্বে থাকছে নেটে বিএসএনএলের বিল জমা ও মোবাইল রিচার্জ করার পদ্ধতি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০৫:৪৪
Share: Save:

লকডাউনে জীবন ঘরবন্দি। তাই ডিজিটাল লেনদেনে সাবলীল হওয়ার চেষ্টা করছেন বহু মানুষ। তা সে বিল মেটানো হোক বা বিমার প্রিমিয়াম দেওয়া। কিন্তু সমস্যায় পড়েছেন বয়স্কদের একাংশ। তাই মূলত তাঁদের কথা মাথায় রেখেই কিছু ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের পদ্ধতি তুলে ধরার চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকা। যতটা সম্ভব সহজ ভাবে। আজকের পর্বে থাকছে নেটে বিএসএনএলের বিল জমা ও মোবাইল রিচার্জ করার পদ্ধতি।

ল্যান্ডলাইনের বিল

• www.bsnl.co.in ওয়েবসাইটে যান।

• হোম পেজের মাঝামাঝি বাঁ দিকে লেখা আছে ‘পে মাই বিলস’। সেটির নীচে ল্যান্ডলাইন/ব্রডব্যান্ড, মোবাইল/ডব্লিউএলএল/ওয়াইম্যাক্স পরিষেবার কথা লেখা আছে। যেটির বিল দিতে চান, সেটি উপরে ক্লিক করুন।

• ল্যান্ডলাইন লেখাটিতে ক্লিক করলে খুলবে নতুন পাতা। সেখানে এসটিডি কোড-সহ ফোন নম্বর, ই-মেল আইডি বা যোগাযোগের নম্বর অথবা দু’টিই এবং পর্দায় লেখা ছ’সংখ্যার ক্যাপচা কোড লিখুন।

• এই সব তথ্য ভবিষ্যতের আর্থিক লেনদেনের জন্য মনে রাখতে ও সেগুলি তখন নতুন করে ভরতে না-চাইলে ‘ইয়েসে’ ক্লিক করুন। নয়তো সেটির পাশের খালি জায়গা ক্লিক করলে তা ‘নো’ দেখাবে। এর পরে উপরোক্ত তথ্য জমা দিতে সাবমিটে ক্লিক করুন।

• সাইটে এ বারবিল দেখাবে। সেখানে পে নাউ-তে ক্লিক করুন।

• নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট নাকি ইউপিআই, কীসের মাধ্যমে বিল দেবেন তা বেছে নিন।

• এর পরে কোন পেমেন্ট গেটওয়ের (বিলডেস্ক না টেকপ্রসেস) মাধ্যমে টাকা দেবেন, তা বাছুন। যেমন নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বাছলে সেই সংক্রান্ত তথ্য দিয়ে লেনদেন সারতে হবে। তা সম্পূর্ণ করতে ফোনে ছ’সংখ্যার ওটিপি দিয়ে এসএমএস আসবে।

• সেই সংখ্যা বসিয়ে লেনদেন সম্পূর্ণ করার পরে রসিদের তথ্য দেখতে পাবেন। চাইলে সেটি পিডিএফ হিসেবে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট নিতে পারেন।

মোবাইলের বিল

• মোবাইলের পোস্ট পেড বিল মেটাতে হলেও পদ্ধতিটি প্রায় একই।

• ‘পে মাই বিলস’-এ গিয়ে তার নীচে মোবাইল লেখটির উপরে ক্লিক করুন।

• পরের পাতাটি খুললে সেখানে জিএসএম বিলস বলে লেখা দেখবেন। সেখানে মোবাইল নম্বর, ই-মেল আইডি ইত্যাদির পাশাপাশি পোস্ট পেড ফোনটির অ্যাকাউন্ট নম্বরও দিতে হবে।

• এর পর ওই সব তথ্য ‘সাবমিট’ করুন। আপনার বিলটি ফুটে উঠবে স্ক্রিনে। পে-নাউতে ক্লিক করে আগের মতোই নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ড বা ওয়ালেট দিয়ে বিল মেটান।

• লেনদেন সম্পূর্ণ হলে পর্দায় রসিদ দেখা যাবে। তার প্রিন্ট আউট নিন বা পিডিএফ কম্পিউটারে ভরে রাখুন।

প্রিপেড রিচার্জ

• বিএসএনএলের সাইটে (www.bsnl.co.in ) যান।

• হোম পেজের মাঝামাঝি বাঁ দিকে লেখা আছে ‘রিচার্জ’। খুলবে নতুন পাতা।

• নতুন পেজে মোবাইলের তথ্য, ইমেল আইডি বা ফোন নম্বর ও ছ’সংখ্যার ক্যাপচা কোড লিখে সাবমিট করুন।

• পর্দায় বিভিন্ন ধরনের প্রিপেড ভাউচার ও তার টাকার অঙ্ক (পপুলার, টপ আপ, ডেটা, ভয়েস, এসএমএস ইত্যাদি) দেখাবে। তাদের মধ্যে যেটি চান, বেছে নিয়ে তাতে ক্লিক করুন।

• ডান দিকে ‘প্রসিড’ বোতাম টিপুন। যদি অন্য ভাউচার বাছতে চান, তা হলে প্রসিডের পাশের রিসেট অপশনটি ক্লিক করুন।

• প্রসিড ক্লিক করার পরে সরাসরি ‘পে নাউ’ পর্দাটি খুলে যাবে।

• কোন পদ্ধতিতে (নেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ডেবিট কার্ড, ওয়ালেট ইত্যাদি) টাকা মেটাতে চান, তা বাছুন।

• এর পরে পেমেন্ট গেটওয়ে বেছে নিয়ে আগের মতোই টাকা মেটালে রিচার্জ সম্পূর্ণ হবে।

রয়েছে অ্যাপও

• এর পাশাপাশি রয়েছে বিএসএনএলের নিজস্ব ‘মাই বিএসএনএল’ অ্যাপও। চাইলে অ্যাপটির মাধ্যমেও এই সব কাজ করা যায়।

• এ ছাড়া বিভিন্ন ওয়ালেট সংস্থার অ্যাপের মাধ্যমে আপনি মেটাতে পারবেন ফোনের বিল। এমনকি করা যায় রিচার্জ।

অন্য বিষয়গুলি:

India Lockdown Telephone Bill BSNL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy