শনিবার, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে নতুন কর কাঠামোতে বিপুল ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারি ও বেসরকারি সংস্থার চাকরিজীবীদের ক্ষেত্রে বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। পাশাপাশি বেতনভোগী ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে কর নেবে না সরকার।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাজেট বক্তৃতায় পুরনো কর কাঠামো নিয়ে একটি শব্দও খরচ করেননি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা। ফলে সেখানে কোনও বদল হচ্ছে না। পুরনো কাঠামোয় আয়কর আইনের বিভিন্ন ধারায় একগুচ্ছ ছাড় পাওয়া যায়। সেই নিয়ম অপরিবর্তিত রেখেছে নরেন্দ্র মোদী সরকার।
পুরনো কর ব্যবস্থায় আয়করের ৮৭এ ধারা অনুযায়ী রিবেট সমেত বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রোজগার পুরোপুরি করমুক্ত। এতে করের স্তর বা স্ল্যাব রয়েছে মাত্র চারটে। পুরনো কাঠামোতে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার টাকা রেখেছেন নির্মলা সীতারামন।
এ ছাড়া আয়কর আইনের ৮০সি ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত লগ্নি, বাড়ি ভাড়া ভাতা, গৃহ ঋণের সুদ, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম, শিক্ষা ঋণের সুদ এবং ভ্রমণ ভাতায় ছাড় পাবেন করদাতা। পাশাপাশি, ৮০ সিসিডি (১বি) ধারা অনুযায়ী এনপিএস প্রকল্পে জমার উপর ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।
পুরনো কাঠামোর নিয়মে বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। আড়াই লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের পরিমাণ পাঁচ শতাংশ ধার্য করেছে সরকার। ২০ শতাংশ কর দেবেন বছরে পাঁচ লক্ষ এক টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তিরা। ১০ লক্ষ টাকার বেশি আয়ে করের মাত্রা ৩০ শতাংশ রাখা হয়েছে।
আরও পড়ুন:
বাজেটে আগামী সাত দিনের মধ্যে নতুন আয়কর বিল আনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি, ওই বিলে পুরনো কর কাঠামোকে পুরোপুরি বন্ধ করার রাস্তায় হাঁটতে পারে সরকার।