আমেরিকায় বাড়ল পেট্রলের দাম। ফাইল চিত্র।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে তৈরি হওয়া অস্থিরতায় পেট্রলের দাম অনেকটাই বাড়ল আমেরিকায়। বৃহস্পতিবার সে দেশের গ্যাস স্টেশনগুলিতে গ্যালন প্রতি পেট্রলের যে দর ছিল, ভারতীয় মুদ্রার হিসেবে তা দাঁড়ায় প্রতি লিটারে ৮৬ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ বিশ্বের ধনীতম দেশেও পেট্রোলের দাম ভারতের চেয়ে অনেকটাই কম!
অবশ্য কয়েক মাস আগে দামের এই ফারাক ছিল আরও বেশি। গত জুনে ভারতের অনেক রাজ্যে যখন পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছুঁয়েছিল, নিউ ইয়র্কের বাসিন্দাদের তখন লিটার প্রতি পেট্রলের জন্য মাত্র ৫৭ টাকা খরচ করতে হত।
যুদ্ধের আবহে আমেরিকায় গত ১৪ বছরের মধ্যে সব চেয়ে মহার্ঘ হয়েছে পেট্রল। এর আগে ২০০৮ সালের জুলাইয়ে আর্থিক মন্দার কারণে পেট্রোলের দাম রেকর্ড গড়েছিল। প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। যদিও গত বছরের ৪ নভেম্বরের পর থেকে ভারতে পেট্রলের দামের পরিবর্তন হয়নি। ওই দিন কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা কমিয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy