ম্যাট ৩০-তে বেশ কিছু পরিবর্তন আনছে হুয়াই। ছবি: টুইটার।
হুয়াই তাদের 'ম্যাট সিরিজ' মোবাইলের ক্যামেরায় বেশ কিছু রদবদল আনতে চলেছে। বাজারে হুয়াই ম্যাট ৩০-তে রয়েছে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা। এ ছাড়াও এই ফোনের পিছনে আরও তিনটি ক্যামেরা যুক্ত করা হবে। এর সঙ্গেই থাকবে ৮ মেগাপিক্সেলের থার্ড সেন্সর।
আরও পড়ুন: মনস্টার ইঞ্জিনের এই বাইক নিয়ে আসছে ইয়ামাহা
I told you a few rumors about Mate 30 pro camera, IMO this is more possible.
— Teme (特米)😷 (@RODENT950) July 31, 2019
40MP 1/1.5" sensor with f/1.6 - f/1.4 aparture, RYYB pixel layout and Cine lens features when taking video.
40MP 1/1.7" 120° ultrawide lens with cine lens features.
8MP tele 5X zoom#HuaweiMate30Pro pic.twitter.com/ac3ODQnqVV
৪০ মেগাপিক্সেল ক্যামেরায় থাকছে ১.৬ অ্যাপারচার এবং এই ক্যামেরায় সিনে লেন্সও যুক্ত করা হবে। হুয়াই মেট ৩০ চলে কিরিন ৯৮৫ প্রসেসরের। ৫৫ওয়াট ফাস্ট চার্জিং এবং ১০ওয়াট রিভার্স চার্জিংও থাকছে। এর আগে হুয়াই মেট ২০ ভারতের বাজারে যথেষ্ট জনপ্রিয় হয়। হুয়াই মেট ২০ প্রো-তে রয়েছে ৬.৩৯ ইঞ্চি এইচডি স্ক্রিন। এই ফোনে থাকছে ৪০ মেগাপিক্সেল সেন্সর, ২০-মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই স্মার্টফোনে থাকছে কিরিন ৯৮৫ প্রসেসর এবং ৪হাজার ২০০ এমএএইচ ব্যাটারি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy