Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Hindustan Zinc Limited

হিন্দুস্তান জিঙ্কের শেয়ার বিক্রির সিদ্ধান্ত , বেসরকারিকরণের পথে রাষ্ট্রায়ত্ত সংস্থা?

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডের ২.৫ শতাংশ স্টক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এর মাধ্যমে বাজার থেকে পাঁচ হাজার কোটি তোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

Hindustan Zinc Limited 2 5 percent stock sell through offer for sale by Narendra Modi government

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৮:১৯
Share: Save:

‘হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড’-এর বেসরকারিকরণের পথে একধাপ এগোল কেন্দ্র। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার ২.৫ শতাংশ অংশীদারিত্ব ছে়ড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আর সেই উদ্দেশ্যে বুধবার, ৬ নভেম্বর থেকে অফার ফর সেলের মাধ্যমে শুরু হয়েছে শেয়ার বিক্রি। হিন্দুস্তান জিঙ্কের স্টক বিক্রি করে পাঁচ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

অফার ফর সেলে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির মোট ৫.২৮ কোটি শেয়ার বিক্রি করবে সরকার। যা ইক্যুইটির ১.২৫ শতাংশ। এ ছাড়া আরও ১.২৫ শতাংশকে অতিরিক্ত বিকল্প হিসাবে রাখা হয়েছে। এ দিন থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির স্টক কেনার জন্য আবেদন করতে পারবেন বড় বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার, ৭ নভেম্বর পর্যন্ত যে কোনও বরাদ্দ করা বিড এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদনের সুযোগ পাবেন এই লগ্নিকারীরা।

খুচরো বিনিয়োগকারীরা ৭ তারিখ থেকে হিন্দুস্তান জিঙ্কের শেয়ার কেনার জন্য অফার ফর সেলে আবেদন করতে পারবেন। ওই তারিখে আবেদনের সুযোগ পাবেন সংশ্লিষ্ট সংস্থাটির কর্মীরাও। বৃহস্পতিবার বিড সংশোধনের সুযোগ পাবেন বড় বিনিয়োগকারীরা।

বর্তমানে কেন্দ্রের হাতে হিন্দুস্তান জিঙ্কের ২৯.৫ শতাংশ শেয়ার রয়েছে। সরকারি তরফে স্টক বিক্রির খবর প্রকাশ্যে আসার পর এর শেয়ারের দাম পড়তে দেখা গিয়েছে। বুধবার, দুপুর আড়াইটে নাগাদ ৫১৫ টাকায় এর লেনদেন চলেছে। অর্থাৎ স্টকটির দর কমেছে প্রায় ৪৬ টাকা। যা প্রায় ৮.০৯ শতাংশ। এটি প্রকৃতপক্ষে রাষ্ট্রায়ত্ত বহুজাজিতক খনি সংস্থা ‘বেদান্ত লিমিটেড’-এর একটি শাখা সংগঠন।

হিন্দুস্তান জিঙ্কের সদর দফতর রাজস্থানের উদয়পুরে অবস্থিত। এটি দস্তা, সীসা ও রুপো উৎপাদনকারী অন্যতম প্রধান সরকারি সংস্থা। একাধিক খনি এলাকায় কাজ করে হিন্দুস্তান জিঙ্ক।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

অন্য বিষয়গুলি:

Hindustan Zinc Limited Hindustan Zinc Hindustan Zinc OFS Hindustan Zinc Stock Price Hindustan Zinc Share Price
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy