ভারতে তৈরি হবে গুগলের স্মার্টফোন। —প্রতীকী ছবি।
বড় ঘোষণা গুগলের, কেন্দ্রের ‘মেক ইন্ডিয়া’ উদ্যোগে শামিল হয়ে এ বার অ্যাপল-স্যামসাংয়ের মতো ভারতের মাটিতেই স্মার্টফোন তৈরি করবে গুগল। গুগলের ‘গুগল ফর ইন্ডিয়া’ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর উপস্থিতিতে এই ঘোষণা করলেন গুগলের যন্ত্র এবং পরিষেবা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক ওস্টারলো।
প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকেই প্রায় ৯০ লক্ষ পিক্সেল ৮ স্মার্টফোন বাজারে এনেছে গুগল। ভারতে তৈরি পিক্সেল ৯ স্মার্টফোন বাজারে আসবে ২০২৪ সালে। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে, ভারতে নির্মিত স্মার্টফোন শুধু দেশের মধ্যে নয় বিদেশের বাজারেও জায়গা করে নিচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানান, ন’বছর আগে দেশে খুব সামান্য মোবাইল ফোন তৈরি হত, কিন্তু আজ প্রায় ৩৭০ কোটি টাকার মোবাইল তৈরি হয়, যার মধ্যে প্রায় ১০০ কোটি টাকার মোবাইল ফোন রফতানি করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy