Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Google

ভারতে গুগ্‌লের ভূমিকম্প সতর্কতা

গুগ্‌ল এক ব্লগে জানিয়েছে, তারা ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে আলোচনার পরে বুধবারই ভারতে এনেছে ব্যবস্থাটি।

An image of Google

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৮
Share: Save:

অ্যান্ড্রয়েডের স্মার্টফোন হাতে থাকলে এ বার পায়ের নীচের মাটি কেঁপে ওঠার আগেই টের পাওয়া যাবে ভূমিকম্প হচ্ছে। ভারতে এমনই এক পরিষেবা আনল আমেরিকার ইন্টারনেট সংস্থা গুগ্‌ল। নাম ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’। তবে এটি পাওয়ার জন্য অ্যান্ড্রয়েড-৫ বা তার পরের সংস্করণের অপারেটিং সিস্টেম থাকতে হবে।

গুগ্‌ল এক ব্লগে জানিয়েছে, তারা ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে আলোচনার পরে বুধবারই ভারতে এনেছে ব্যবস্থাটি। চালু হবে আগামী সপ্তাহে।

সংস্থার দাবি, এই সতর্কতা ব্যবস্থাটি অ্যান্ড্রয়েড ফোনের সেন্সর ব্যবহার করে ভূমিকম্পের আঁচ তো পাবেই, তার তীব্রতাও মাপতে পারবে। আর ইন্টারনেট সিগন্যাল যেহেতু আলোর গতিতে চলে, তাই কম্পন তীব্র হওয়ার কিছুটা আগেই ফোনে পৌঁছে যাবে সংশ্লিষ্ট এলাকায় ভূমিকম্পের সতর্কবার্তা। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই ফোন মারফত আগাম সাবধান করা হবে ব্যবহারকারীকে। গুগ্‌ল বলছে, কোনও অঞ্চলে একই সময়ে একসঙ্গে অনেক ফোন যদি ভূ-কম্পনের ইঙ্গিত দেয়, তা হলে সংস্থার সার্ভার ভূমিকম্পের আশঙ্কা টের পাবে। তার ভরকেন্দ্র, তীব্রতা-সহ খুঁটিনাটি তথ্যও জানতে পারবে। তখন সার্ভারই ফোনে পাঠাতে পারবে সতর্কবার্তা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE