প্রতীকী ছবি।
তিন দিন ধরে দাম চড়ছিল আমেরিকায়। বিশ্ব বাজারে। বৃহস্পতিবার ভারতে সোনার দাম বেড়ে গড়ে ফেলল নতুন রেকর্ড। এক দিনে ০.৯ শতাংশ বেড়ে ১০ গ্রাম সোনার দাম হল ৩৫ হাজার ১৪৫ টাকা। আরও দামি হল রুপোও। এ দিন এক কিলোগ্রাম ওজনের রুপোর দাম হল ৩৮ হাজার ৪০০ টাকা।
গত মাস থেকেই সোনার দাম চড়তে শুরু করেছে বিশ্ব জুড়ে। ২০১৩ সালের পর সোনার দাম আর এতটা বাড়েনি কখনও।
এই দাম-বৃদ্ধির ফলে কলকাতার বাজারে বৃহস্পতিবার ২৪ ক্যারাটের সোনার প্রতি গ্রামে দাম হল ৩ হাজার ৪৫৮ টাকা। আর ২২ ক্যারাটের সোনার প্রতি গ্রামে দাম হল ৩ হাজার ২৮১ টাকা। কলকাতার বাজারে ১০ গ্রাম সোনার দাম হল ৩৪ হাজার ৫৮০ টাকা।
আরও পড়ুন- ইনি ভারতের নতুন ‘গোল্ড ম্যান’! চেনেন একে?
আরও পড়ুন- সোনায় শুল্ক বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা
আর কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম এ দিন হল ৪১ টাকা ৩০ পয়সা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy