Advertisement
১৮ অক্টোবর ২০২৪
Gold Price Rising

নজির গড়ে সোনা ৮০ হাজারের পথে

গত দেড় মাসে ১০ গ্রাম পাকা সোনা বেড়ে গিয়েছে ৫৩০০ টাকা। গয়নার সোনা চড়েছে ৫০৫০ টাকা। ফলে আতান্তরে গয়নার ক্রেতারা।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ০৯:২৯
Share: Save:

ফের দাম বাড়ল সোনার। তৈরি হল নতুন নজির। জিএসটি ধরে প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারাট) খুচরো পাকা সোনা পৌঁছল ৮০ হাজারের দোরগোড়ায়।

বৃহস্পতিবার পাকা সোনা এক লাফে ৮৫০ টাকা বেড়ে এই প্রথম ছুঁয়েছে ৭৭,৩০০ টাকা। জিএসটি নিয়ে দাম ৭৯,৬১৯ টাকা। গয়নার সোনা ৮০০ টাকা বেড়ে হয়েছে ৭৩,৪৫০ টাকা। জিএসটি নিয়ে ছাড়িয়েছে ৭৫,৬৫৩ টাকা।

গত দেড় মাসে ১০ গ্রাম পাকা সোনা বেড়ে গিয়েছে ৫৩০০ টাকা। গয়নার সোনা চড়েছে ৫০৫০ টাকা। ফলে আতান্তরে গয়নার ক্রেতারা। মাথায় হাত পড়েছে বিয়ের জন্য গয়না কিনতে বাধ্য হওয়া সাধারণ আয়ের মানুষদের। কোভিড, মূল্যবৃদ্ধি-সহ নানা কারণে গত কয়েক বছরে যাঁদের আয় তেমন বাড়েনি, কিন্তু খরচ চড়েছে বিপুল। সামনেই বিয়ের মরসুম। ব্যবসায়ীদের দাবি, অনেকে গয়না কিনতে দোকানে আসছেন। তবে দাম দেখে কী করে সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না। যেমন, নন্দিনী বিশ্বাস বৃহস্পতিবার নিজের বিয়ের গয়না কিনতে দোকানে গিয়েছিলেন। পরে বলেন, “আমি চাষি পরিবারের মেয়ে। শাখা, পলা এবং একটি আংটি কেনার ইচ্ছা ছিল। দাম যে এতটা বেড়ে গিয়েছে, ধারণা ছিল না। কী করব বুঝে উঠতে পারছি না। হাল্‌কা গয়না কতটা টেকসই হবে বুঝতে পারছি না। বিয়ে বলে কথা। মহা সমস্যায় পড়েছি।’’

বহু মানুষ ঘরের পুরনো সোনা বদল করে তার সঙ্গে অল্প সোনা যোগ করে নতুন গয়না গড়াচ্ছেন। হলদিয়ার ব্যবসায়ী মধুসূদন কুইলার দাবি, ‘‘পুরনো গয়না ভাঙিয়ে নতুন কেনার ঝোঁক দ্রুত বাড়ছে। দোকানে এমন বহু ক্রেতা আসছেন।’’ তেমনই এক জন হলদিয়ার দূর্গাচকের গঙ্গারানি মাইতির আক্ষেপ, এই দামে নতুন গয়না কেনা সাধ্যের বাইরে। পুরনো বিক্রি করি পরিস্থিতি কোনও রকমে সামলানো ছাড়া আর উপায় নেই।’’ আর এক ক্রেতা রাজু সরকারের কথায়, “মেয়ের জন্য ১০ গ্রামের চেন কিনতে গিয়েছিলাম। আশীর্বাদে দেব। কিন্তু এখন দেখছি ৫ গ্রামের বেশি সোনা দিতে পারব না। কারখানায় রোজ মজুরিতে কাজ করি। আমাদের বেতন তো বাড়েনি। এই অবস্থায় মেয়ের বিয়ের গয়না কেনাটা যে কী বিশাল সমস্যা, তা বুঝিয়ে বলতে পারব না।’’

শখের কেনাকাটা কার্যত তলানি ছুঁয়েছে, দাবি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নদিয়া জেলার চেয়ারম্যান কার্তিক চন্দ্র সিংহের। তাঁর দাবি, ‘‘শখের গয়না কেনা ৬০% কমে গিয়েছে। প্রয়োজন পড়লে তবেই মানুষ কিনছেন।’’ এই পরিস্থিতিতে এ মাসের শেষে ধনতেরসে গয়নার বাজার কেমন যাবে, তা নিয়ে চূড়ান্ত উদ্বেগে ব্যবসায়ীরা। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি শুভঙ্কর সেন বলেন, “বাজেট ঠিক রাখতে হালকা গয়নার চহিদাই বেশি থাকবে বলে আমার ধারণা।’’

অন্য বিষয়গুলি:

Gold Jewellery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE