অমিতাভ কান্তে। —ফাইল চিত্র।
পুঁজি সংগ্রহের লক্ষ্যে বাজারে প্রথম বার শেয়ার ছাড়ার (আইপিও) রাস্তায় হাঁটছে বহু নতুন প্রযুক্তি সংস্থা বা স্টার্ট-আপ। কিন্তু সংস্থা এবং ইসুর মূল্যায়ন নিয়ে অনেক ক্ষেত্রেই বিতর্ক তৈরি হয়েছে। আজ ‘স্টার্ট-আপ মহাকুম্ভে’ সংস্থাগুলিকে ভারতের জি২০ শেরপা অমিতাভ কান্তের পরামর্শ, এ দেশের স্টার্ট-আপগুলিকে নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলে তা মেনে চলতে হবে। কারণ, সরকারের দিক থেকে কোনও নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হলে তা সংস্থাগুলির উদ্ভাবনী ক্ষমতাকে বাধা দিতে পারে। সংস্থার মূল্যায়ন বাড়ানো জরুরি। তবে তা যেনতেন প্রকারে নয়।
আজ কান্ত জানান, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট-আপ পরিবেশ তৈরি করতে পেরেছে। এখন চ্যালেঞ্জ আগামী পাঁচ বছরের মধ্যে তাকে প্রথম স্থানে নিয়ে যাওয়া। তাঁর বক্তব্য, ‘‘স্টার্ট-আপগুলিকে নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে চলতে হবে। তা হলেই স্বচ্ছতা এবং নৈতিকতা তৈরি হবে।... বৃদ্ধির দিকে জোর দেওয়া খুবই জরুরি। (কিন্তু) যে কোনও মূল্যে মূল্যায়ন বাড়ানোর প্রবণতা অনিয়মের পথে ঠেলে দেয়।’’ এই প্রেক্ষিতে কয়েকটি স্টার্ট-আপের উদাহরণ দেন তিনি। তুলে ধরেন বাইজু’স, গোমেকানিক, হাউসিং ডটকমের মতো সংস্থার কথা। যারা প্রথম সারির স্টার্ট-আপ হয়ে ওঠার পরেও বিভিন্ন সমস্যা সামাল দিতে হচ্ছে। ঠিক সে কারণেই হিসাবের খাতা এবং অডিট শক্তপোক্ত হওয়া উচিত বলে জানান তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy