ভারতের শেয়ার বাজার থেকে টানা পুঁজি তুলে চলেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। তথ্য বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহেই (৭ ফেব্রুয়ারি পর্যন্ত) তারা বেচেছে ৭৩৪২ কোটি টাকার শেয়ার। এর আগে গত মাসে বিক্রির অঙ্ক ছিল ৭৮,০২৭ কোটি। ডিসেম্বরে অবশ্য কিনেছিল ১৫,৪৪৬ কোটির। তবে সব মিলিয়ে ২০২৪ সালে ঢেলেছিল মাত্র ৪২৭ কোটি টাকা। বাজার মহলের মতে, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি সরানোর পিছনে একাধিক কারণ কাজ করছে। সেগুলি হল—
- শুল্ক যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া। এই ধরনের পরিস্থিতিতে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলি বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা।
- ভারতের বাজারে নাগাড়ে পতন।
- পড়তি বাজারে এখনও বহু সংস্থার শেয়ারের চড়া দর।
- অক্টোবর-ডিসেম্বরে প্রত্যাশা পূরণ করতে না পারা আর্থিক ফল।
- চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমে ৬.৪% হওয়া।
- মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তা বহাল থাকার বার্তা। বিশেষত, খাদ্য ও জ্বালানি বাদে অন্যান্য পণ্য নিয়ে।
- ডলারের সাপেক্ষে টাকা রেকর্ড তলানিতে নামায় বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির মুনাফা কমা।
বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় আগামী দিনে শেয়ারে বিদেশি লগ্নির বিষয়টি নির্ভর করবে বেশ কিছু ঘটনার উপরে। সেগুলি হল—
- আরবিআইয়ের ২৫ বেসিস পয়েন্ট সুদ ছাঁটাইয়ের প্রভাব কী হয়।।
- বিশ্ব জুড়ে সুদের ওঠানামা। আমেরিকায় ইতিমধ্যেই তার গতি কমানোর ইঙ্গিত দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।
- বিশ্ব অর্থনীতির হালহকিকত এবং ট্রাম্পের বাণিজ্য নীতির প্রভাব।
- ডিসেম্বরের শিল্পবৃদ্ধি ও জানুয়ারির মূল্যবৃদ্ধির হার কী হয়।
- আমেরিকায় ঋণপত্রের বাজারের লগ্নিকারীদের আকর্ষণ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)