ফাইল চিত্র।
চলতি অর্থবর্ষের মধ্যেই বাজারে জীবন বিমা নিগমের (এলআইসি) প্রথম শেয়ার (আইপিও) ছাড়তে চায় কেন্দ্র। তুলতে চায় অন্তত ৯০,০০০ কোটি টাকা। সে ক্ষেত্রে এটিই হতে চলেছে এ যাবৎ দেশের বৃহত্তম আইপিও। সম্প্রতি সরকারি সূত্রে জানা গিয়েছে, এলআইসি-র প্রথম শেয়ারে বিদেশি লগ্নির দরজা খোলার কথা ভাবছে মোদী সরকার। এ ব্যাপারে সরকারের অন্দরে প্রয়োজনীয় আলোচনাও শুরু হয়েছে। বুধবার বিভিন্ন সংবাদ মাধ্যম সরকারি সূত্রকে উল্লেখ করে দাবি করেছে, ওই আইপিও-তে ২০% শেয়ার বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির (এফআইআই) জন্য খুলে দেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে। আর তা যদি বাস্তবায়িত হয়, সে ক্ষেত্রে বিদেশের পেনশন ফান্ড, বিমা সংস্থা এবং মিউচুয়াল ফান্ড সংস্থাও অংশগ্রহণ করতে পারবে এলআইসি-র আইপিও কেনার জন্য।
এ বছরেই বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৭৪% করেছে মোদী সরকার। তবে এই নিয়ম শুধু প্রযোজ্য বেসরকারি বিমা সংস্থাগুলির জন্য। এলআইসি-তে বিদেশি সংস্থা শেয়ার কিনতে পারে না। রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থাটি চলে পৃথক আইনে। ফলে এই সংস্থায় বিদেশি লগ্নি টানতে হলে সেই আইন সংশোধন করতে হবে।
সংশ্লিষ্ট মহলের একাংশের বক্তব্য, বিমা সংস্থাটিতে রাখা সাধারণ মানুষের বিপুল পুঁজিকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থায় বিদেশি লগ্নিকারী সংস্থার হাতে অংশীদারি তুলে দেওয়ার পথ তৈরি হলে সেই ঝুঁকি আরও বাড়তে পারে। কেন্দ্রের অবশ্য আশ্বাস, এমন আশঙ্কার কোনও কারণ নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy