Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Dharmendra Pradhan

প্রাকৃতিক গ্যাসে চোখ রেখে বিনিয়োগে জোর

ভারত পেট্রোলিয়ামকে বিক্রি করার জন্য ইচ্ছাপত্র জমা নেওয়ার কাজ শেষ করেছে কেন্দ্র। প্রধান এ দিন জানিয়েছেন, সম্ভবত তিনটি ইচ্ছাপত্র জমা পড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির জন্য।

পেট্রোলিয়াম ও ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফাইল চিত্র।

পেট্রোলিয়াম ও ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ০৪:৩০
Share: Save:

দূষণমুক্ত কিংবা কম দূষণযুক্ত জ্বালানির ব্যবহার বাড়ানোর উপরে অনেক দিন ধরেই জোর দিচ্ছে কেন্দ্র। তার জন্য নিয়েছে দীর্ঘমেয়াদি নীতি। তৈরি হচ্ছে পরিকাঠামো। সেই পরিকাঠামো নির্মাণের হাত ধরেই দেশে অন্তত ৬৬০০ কোটি ডলার (৪.৮ লক্ষ কোটি টাকা) লগ্নি হবে বলে দাবি করলেন তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে লগ্নির সময়সীমা নিয়ে কিছু বলেননি তিনি।

দেশের বড় ও মাঝারি শহরগুলিতে পরিষ্কার জ্বালানি পৌঁছে দিতে তৈরি হচ্ছে পাইপলাইন প্রকল্প। সেই পথে বড় অঙ্কের বিনিয়োগ আসবে, আশা মোদী সরকারের। বুধবার এক অনুষ্ঠানে প্রধান বলেন, ‘‘গ্যাস পরিকাঠামোয় ৬৬০০ কোটি ডলারের বিনিয়োগ আসতে চলেছে। গ্যাস সরবরাহের পাইপলাইন, শহরে গ্যাস সরবরাহ এবং তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল তৈরিতে ওই অর্থ ঢালা হবে।’’ ওই বিনিয়োগের হাত ধরে দেশে নতুন ১৪,৭০০ কিলোমিটার গ্যাস পাইপ তৈরি হবে বলেও জানান তিনি। এখন ১৬,৮০০ কিলোমিটার রয়েছে।

এ দিকে, ভারত পেট্রোলিয়ামকে বিক্রি করার জন্য ইচ্ছাপত্র জমা নেওয়ার কাজ শেষ করেছে কেন্দ্র। প্রধান এ দিন জানিয়েছেন, সম্ভবত তিনটি ইচ্ছাপত্র জমা পড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির জন্য। বেদান্ত ইতিমধ্যেই তাদের আগ্রহের কথা জানিয়েছে। সূত্রের খবর, বাকি দু’টি হল আন্তর্জাতিক ফান্ড সংস্থা।

অন্য বিষয়গুলি:

Natural Gas Dharmendra Pradhan BPCL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy