Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Flipkart

ওয়ালমার্টের ভারতীয় ব্যবসা ফ্লিপকার্টের হাতে

২০১৮ সালে দেশীয় অনলাইন খুচরো ব্যবসার সংস্থা ফ্লিপকার্টের ৭৭% অংশীদারি কিনে নেয় মার্কিন বহুজাতিক ওয়ালমার্ট।

ছবি এএফপি।

ছবি এএফপি।

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২০ ০২:২৮
Share: Save:

ভারতে ওয়ালমার্টের পাইকারি ব্যবসা ওয়ালমার্ট-ইন্ডিয়াকে কিনে নিল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। চুক্তির অঙ্ক খোলসা না-করলেও সংস্থাটি জানিয়েছে, আগামী মাসেই পাইকারি ব্যবসায় পা রাখবে তারা।

২০১৮ সালে দেশীয় অনলাইন খুচরো ব্যবসার সংস্থা ফ্লিপকার্টের ৭৭% অংশীদারি কিনে নেয় মার্কিন বহুজাতিক ওয়ালমার্ট। ১৬০০ কোটি ডলার খরচ করে তারা। তার প্রায় এক দশক আগেই এ দেশে ভারতী এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে পাইকারি ব্যবসায় পা রেখেছিল ওয়ালমার্ট। ২০১৩ সালে সেই বোঝাপড়া ভেঙে যাওয়ার পর থেকে একলাই চলছিল ওয়ালমার্ট-ইন্ডিয়া। গোটা দেশে এখন তাদের ২৮টি বিপণি রয়েছে।

ভারতে এই পাইকারি ব্যবসার বাজার প্রায় ৬৫,০০০ কোটি ডলারের। রয়েছে অ্যামাজ়নও। পাড়ার ছোট দোকান ও ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প সংস্থাকে পণ্য বিক্রি করেই তাঁরা বাজার ধরতে চান বলে জানিয়েছেন ফ্লিপকার্টের কর্তা আদর্শ মেনন।

অন্য বিষয়গুলি:

Flipkart Walmart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy