ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম মেধার (এআই) প্রসার যত বাড়ছে, ততই গুরুত্ব বাড়ছে গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা তৈরির। সেই ক্ষেত্রে জাতীয় তথা মানুষের ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে স্থানীয় ভাবে তথ্য সংরক্ষণে জোর দিচ্ছে ভারত-সহ বিশ্বের অধিকাংশ দেশ। সম্প্রতি ইনফোকমের মঞ্চ থেকে সেই তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাই ফের মনে করালেন স্বাস্থ্য, পর্যটন-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞেরা। জানালেন, বিশ্বায়নের যুগে এক দিকে তথ্যের আদানপ্রদান যেমন উদ্ভাবন বাড়াতে সাহায্য করে, তেমনই দেশের ভিতরে তা থাকার বিষয়টি নিশ্চিত করতে পারলে সুরক্ষা বাড়ে।
এই প্রসঙ্গে অনুষ্ঠানে জন কিল্স হোল্ডিং-এর কর্তা রমেশ শনমুগনাথন, হ্যাপে-র প্রেসিডেন্ট রমেশ আইয়ার মনে করিয়েছেন স্থানীয় ভাবে তথ্য রাখার খরচের বিষয়টি। নেটঅ্যাপের সুহাস ওয়ানির যদিও বক্তব্য, কৃত্রিম মেধা ব্যবহার করে সেই ব্যবস্থা করলে কমবে খরচ। বাড়বে প্রতিযোগিতা। মণিপাল হেল্থ এন্টারপ্রাইজেস কর্তা শুভঙ্কর প্রামাণিক জোর দিয়েছেন তথ্যের সুরক্ষায়। আর প্রযুক্তি উন্নয়ন, গ্রাহককে অগ্রাধিকারের কথা বলেছেন টিসিজি ডিজিটালের দেবজ্যোতি গুপ্ত।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)