Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

মাথা তুলছে দাম, প্রত্যাশা আয়কর ঘিরে

অর্থনীতির অসুখ যে গভীর হয়েছে, তা এত দিন সরাসরি স্বীকার করছিল না কেন্দ্র। কিন্তু এ বার খোদ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ৫ শতাংশেই আটকে থাকতে পারে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অমিতাভ গুহ সরকার 
কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ ০২:৪৭
Share: Save:

অর্থনীতি শ্লথ। মাথা তুলছে খাদ্যপণ্যের দাম। শিল্প মহল কিংবা ক্রেতা— কোনও পক্ষের কাছেই এ স্বস্তির সময় নয়। ফলে দু’জনেই এখন তাকিয়ে কেন্দ্রের দিকে। এক পক্ষ চাইছে ত্রাণ প্রকল্প। অন্য পক্ষের আশা, কমবে ব্যক্তিগত আয়কর।

অর্থনীতির অসুখ যে গভীর হয়েছে, তা এত দিন সরাসরি স্বীকার করছিল না কেন্দ্র। কিন্তু এ বার খোদ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ৫ শতাংশেই আটকে থাকতে পারে। আবার মূল্যবৃদ্ধি নিয়ে আশঙ্কার কথা শুনিয়ে তারা জানিয়েছে, এ বছর তা ছাড়াবে ৪ শতাংশের লক্ষ্যমাত্রা। তাকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এ বারের ঋণনীতিতে সুদের হার একই রাখল আরবিআই। গত পাঁচটি ঋণনীতিতে রেপো রেট ১৩৫ বেসিস পয়েন্ট কমালেও, এ বার তা আটকে রাখল ৫.১৫ শতাংশেই।

ঘটনা হল, টানা সুদ ছাঁটাই এবং কেন্দ্রের তরফে বিভিন্ন শিল্পের জন্য ত্রাণ প্রকল্প ঘোষণা করা হলেও অর্থনীতির পালে এখনও হাওয়া লাগেনি। ফলে শিল্প মহলের ক্ষীণ আশা ছিল, এ বারও হয়তো সুদ ২৫ বেসিস পয়েন্ট কমানো হবে। কিন্তু পণ্যমূল্য মাথাচাড়া দেওয়ায় শীর্ষ ব্যাঙ্কের মূল লক্ষ্য এখন মূল্যবৃদ্ধিকে প্রশমিত করা। গত কয়েক সপ্তাহে ডাল, চিনি, পেঁয়াজ, দুধ-সহ কয়েকটি খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে। ফলে কিছুটা ধাক্কা খেয়েছে রিজার্ভ ব্যাঙ্কের পুরনো পরিকল্পনা। তবে সুদ না কমায় কিছুটা হলেও স্বস্তি পাবেন সুদ নির্ভর মানুষেরা।

উদ্বেগ কোথায়

• চলতি অর্থবর্ষে বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই। ৬.১% থেকে কমিয়ে ৫% করল রিজার্ভ ব্যাঙ্ক।
• মাথা তুলছে মূল্যবৃদ্ধি। অস্বাভাবিক দাম বেড়েছে পেঁয়াজ, ডাল, চিনি, দুধের।
• মূল্যবৃদ্ধির পূর্বাভাস ৩.৫-৩.৭% থেকে বেড়ে ৫.১-৪.৭%।
• ফের সুদ ছাঁটাইয়ের ঝুঁকি নিল না শীর্ষ ব্যাঙ্ক। কিছুটা হতাশ শিল্প।
• কেন্দ্রের একের পর এক ত্রাণ সত্ত্বেও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ নেই।

স্বস্তি ও আশা

• আরও ত্রাণ প্রকল্পের ইঙ্গিত অর্থমন্ত্রীর।
• চাহিদা বাড়াতে ব্যক্তিগত আয়কর কমানোর ইঙ্গিত।
• সুদ না-কমায় খানিক স্বস্তি সুদ নির্ভর মানুষের।
• বাজার এখনও উঁচুতে। আইপিওতে ভাল সাড়া।
• লগ্নিকারীদের মধ্যে কদর বাড়ছে কোম্পানি বন্ডের।

এই অবস্থায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইঙ্গিত দিয়েছেন, শিল্পে প্রাণ ফেরানোর তাগিদে আরও কিছু ত্রাণ নিয়ে ভাবনাচিন্তা চলছে। ব্যক্তিগত আয়কর কমানো হতে পারে কি না, এই প্রশ্নের উত্তরেও কিন্তু ‘না’ বলেননি তিনি। ২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ হতে দু’মাসও বাকি নেই। ফলে এখন সবার মনেই প্রশ্ন, ত্রাণের এই ঘোষণা বাজেট প্রস্তাবে স্থান পাবে, নাকি ঘোষণা হবে তার আগেই।

সুদ না-কমায় শুক্রবার সেনসেক্স ৩৩৪.৪৪ পয়েন্ট নেমেছে। নিফ্‌টি পড়েছে ৯৬.৯০ পয়েন্ট। তবে মনে রাখতে হবে, অর্থনীতির পরিস্থিতির বিচারে এই উচ্চতাও যথেষ্ট বেশি। সাফল্য পাচ্ছে ভাল মানের নতুন ইসু। পাশাপাশি, সংস্থার ঋণপত্রের কদরও বাড়ছে। এই অবস্থায় বন্ডের বাজারে লগ্নিকারীদের টানতে দেশের প্রথম বন্ড ইটিএফ আনছে কেন্দ্র। নাম ভারত বন্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এর অধীনে থাকবে কিছু সরকারি সংস্থার বন্ড। দু’টি মেয়াদে ইসু করা হবে এই ইটিএফ। তিন বছর এবং ১০ বছর। তিন বছরের প্রকল্পে যে সব কোম্পানি বন্ড থাকবে, তার মধ্যে রয়েছে আরইসি, নাবার্ড এবং পাওয়ার গ্রিড। ১০ বছরের বন্ড ইটিএফে থাকবে এনএইচএআই, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন এবং আরইসি।

(মতামত ব্যক্তিগত)

অন্য বিষয়গুলি:

Income Tax Central Government Finance Ministry Economy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy