সম্প্রতি ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে আমেরিকার বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলা। ফলে এ দেশে ইলন মাস্কের সংস্থা ব্যবসা শুরু করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। স্পষ্ট জানা না গেলেও তাদের ধারণা, আগামী দিনে এখানে তৈরি হবে টেসলার কারখানাও। তবে ভারতে টেসলার কারখানা তৈরির প্রসঙ্গে বিরক্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মাস্ককে পাশে বসিয়েই। উল্লেখ্য, মাস্ক খোদ ট্রাম্প সরকারের দক্ষতা সংক্রান্ত দফতরের শীর্ষ পদাধিকারী।
সম্প্রতি আমেরিকা সফরে মাস্কের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে তার পরেই ভারতে নিয়োগ শুরু করেছে টেসলা। সম্প্রতি আমেরিকার এক সংবাদমাধ্যমে মাস্কের এই সিদ্ধান্তে আক্ষেপ প্রকাশ করে ট্রাম্প। বলেছেন, ‘‘বিশ্বের প্রত্যেক দেশ আমাদের থেকে সুবিধা নেয়। তা তারা নেয় শুল্কের মাধ্যমে। ভারতের মতো দেশে গাড়ি বিক্রি করা অসম্ভব।... উনি (মাস্ক) যদি ভারতে কারখানা তৈরি করতে চান তা হলে ঠিক আছে। কিন্তু সেটা আমাদের জন্য ঠিক নয়। খুবই অনুচিত কাজ।’’ একই সাক্ষাৎকারে তিনি আরও এক বার স্পষ্ট করেছেন, ভারত যে হারে আমেরিকার পণ্যে কর বসায়, ঠিক সেই হারে ভারতের পণ্যে কর বসাবেন তিনি। মোদীকেও তা জানিয়েছেন।
এ দিকে কেন্দ্রীয় সূত্রের খবর, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত বৈঠক এবং পাল্টা আমদানি শুল্কের ব্যাপারে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করবে বাণিজ্য মন্ত্রক। নেবে তাদের মতামত। ২০৩০-এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫০,০০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলোচনা শুরু হবে দু’দেশের।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)