Advertisement
২২ নভেম্বর ২০২৪
Petrol Diesel Price Hike

Petrol-Diesel: চড়া দামেও রাজ্যে বেড়েছে তেলের চাহিদা

২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন প্রকল্পে ৫৬৪ কোটি টাকারও বেশি মূলধনী লগ্নির পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ০৮:৩০
Share: Save:

তেলের চড়া দাম নিয়ে দেশ জুড়ে তোলপাড়। তবে তাতে রাজ্যে পেট্রল-ডিজ়েলের বিক্রিতে ধাক্কা লাগেনি বলে দাবি করল ইন্ডিয়ান অয়েল (আইওসি)। বরং তাদের হিসাব, গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে তেলের বিক্রি অতিমারির আগের একই সময়কে ছাপিয়ে গিয়েছে। বেড়েছে গৃহস্থের রান্নার গ্যাসের বিক্রিও। ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন প্রকল্পে ৫৬৪ কোটি টাকারও বেশি মূলধনী লগ্নির পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

আইওসির এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর তথা রাজ্যের প্রধান প্রীতিশ ভরত বৃহস্পতিবার জানান, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা মিলিয়ে ২০১৯ সালের এপ্রিল-জুনে রাজ্যে পেট্রল বিক্রি করেছে ৩.৬১ লক্ষ কিলোলিটার। পরের দু’বছরে তা কিছুটা কমলেও এ বারে বিক্রি বেড়ে হয়েছে ৪.২২ লক্ষ কিলোলিটার। ডিজ়েলের বিক্রি ২০১৯ সালের ওই ত্রৈমাসিকে ৯.৭৮ লক্ষ থেকে এ বারে ১০.২১ লক্ষ কিলোলিটারে পৌঁছেছে।

অন্য দিকে, গত বছরের চেয়ে এ বারে গৃহস্থের রান্নার গ্যাসের বিক্রি ৬%-৭% বেড়েছে। গত বছরের নিচু ভিতের কথা অবশ্য মেনে নিয়েছেন ভরত। দাম বৃদ্ধির জন্য সাধারণ বা উজ্জ্বলা যোজনার গ্রাহকদের চাহিদায় টান পড়েনি বলেই দাবি তাঁর।

অন্য বিষয়গুলি:

Petrol Diesel Price Hike Petrol Pump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy