Advertisement
০৭ জানুয়ারি ২০২৫
Coronavirus

করোনার জন্য পিএফ অগ্রিম কী ভাবে, কত

দেশের যে কোনও অঞ্চলের শ্রমিক বা কর্মীরা এই অগ্রিমের জন্য আবেদন করতে পারবেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০৫:৫৬
Share: Save:

করোনাভাইরাসের কারণে কেউ চাইলে কর্মী প্রভিডেন্ট ফান্ডের টাকার একাংশ অগ্রিম নিতে পারেন। সম্প্রতি সেই অনুমতি দিয়েছে কেন্দ্র। তবে কত টাকা আগাম নেওয়া যাবে বা এক বার তুলে থাকলে ফের অগ্রিম পাওয়া যাবে কি না, এমন অনেক প্রশ্ন ঘুরছে মানুষের মনে। তার উপরে আবেদনের গোটা প্রক্রিয়াটা সারতে হবে অনলাইনে। অথচ অনেকেই নেটের সঙ্গে ততটা সড়গড় নন। সেই সমস্ত মানুষের কথা মাথায় রেখে আজ করোনার কারণে পিএফের টাকা আগাম তোলার পদ্ধতি তুলে ধরার চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকা। যতটা সম্ভব সহজ ভাবে। সঙ্গে থাকছে সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তরও।

কত টাকা অগ্রিম মিলবে?

পিএফ সদস্যের তিন মাসের বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে যা হবে অথবা পিএফ অ্যাকাউন্টে মোট জমা টাকার ৭৫%— এই দু’য়ের মধ্যে যেটি কম, তত টাকা পর্যন্ত অগ্রিম পাওয়া যাবে। এই টাকা আর ফেরত দিতে হবে না।

সম্প্রতি চিকিৎসা বা অন্য কোনও কারণে পিএফ থেকে টাকা তুলে থাকলেও কি আবেদন করা যাবে?

হ্যাঁ, পারবেন।

সকলেই কি এই সুবিধা নিতে পারবেন?

হ্যাঁ। দেশের যে কোনও অঞ্চলের শ্রমিক বা কর্মীরা এই অগ্রিমের জন্য আবেদন করতে পারবেন। এ জন্য আলাদা করে কোনও শংসাপত্র বা নথি জমা দেওয়ার প্রয়োজন নেই।

কয়েক দিন আগে করা আবেদন বাতিল করে নতুন ভাবে আর্জি জানানো যাবে?

হ্যাঁ। প্রথমে পুরনো আবেদন বাতিলের জন্য আঞ্চলিক পিএফ দফতরে ই-মেলে আর্জি জানাতে হবে। তার পরে জমা দিতে হবে নতুন আবেদন।

হাতে আসা টাকায় কি আয়কর দিতে হবে?

ইপিএফ প্রকল্পের আওতায় নেওয়া কোনও অগ্রিমেই আয়কর প্রযোজ্য নয়।

যে সব সংস্থার পিএফ তহবিল সংশ্লিষ্ট সংস্থার ট্রাস্ট দ্বারা পরিচালিত (এগ্জ়েম্পটেড এস্টাব্লিশমেন্ট), তাদের কর্মীরাও কি এই অগ্রিম পাবেন?

হ্যাঁ, অবশ্যই পাবেন।

তোলার পদ্ধতি

এমনিতে পিএফ থেকে টাকা তোলা বা ধার নেওয়ার আবেদন অনলাইনে করা যায়। এর পাশাপাশি করোনা মোকাবিলায় কর্মীদের হাতে নগদ জোগাতে সম্প্রতি পিএফ থেকে টাকা তোলার বিশেষ সুবিধা চালু হয়েছে। তবে এ ক্ষেত্রে গ্রাহককে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যেমন, ইউএএন (UAN) চালু থাকা চাই। ইউএএনের সঙ্গে আধার যুক্ত থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড ও ইউএএনের সঙ্গে যুক্ত থাকা চাই।

• ইপিএফের ওয়েবসাইটে (www.epfindia.gov.in) কোভিড-১৯ সংক্রান্ত অগ্রিমের আবেদন পদ্ধতি সবিস্তার বর্ণনা করা আছে।

• সেটা দেখে নিয়ে ‘https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface’ পোর্টালটি খুলুন।

• ইউএএন এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন।

• অনলাইন সার্ভিসেসে গিয়ে ক্লেম-এ ক্লিক করুন।

• এর পরে নির্দিষ্ট জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। যে তথ্য দেবেন, তা যাচাই করে নিন।

• প্রসিড ফর অনলাইন ক্লেম-এ ক্লিক করুন।

• একটি তালিকা কম্পিউটারের পর্দায় আসবে। সেখান থেকে ‘পিএফ অ্যাডভান্স ফর্ম-৩১’ ক্লিক করতে হবে।

• আগাম নেওয়ার কারণ (পারপাস) হিসেবে ‘আউটব্রেক অব প্যানডেমিক (কোভিড-১৯)’ বাছতে হবে।

• তার পরে আগাম হিসেবে কত টাকা তুলতে চান, তার অঙ্ক উল্লেখ করতে হবে।

• এ ছাড়া একটি ক্যান্সেলড চেক স্ক্যান করে বা মোবাইলে তার ছবি তুলে আপলোড করতে হবে। নির্দিষ্ট জায়গায় লিখতে হবে ঠিকানা।

• এ বার ‘গেট আধার ওটিপি’ ক্লিক করুন।

• আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি আসবে।

• নির্দিষ্ট জায়গায় তা বসিয়ে ক্লিক করুন। তা হলেই শেষ হবে আবেদনের প্রক্রিয়া।

• মোবাইলের মাধ্যমেও অনলাইনে একই পদ্ধতিতে আবেদন করা যাবে।

• আবেদন জানানো যাবে উমঙ্গ অ্যাপ (UMANG) ব্যবহার করেও।

• কত দিনে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে তা নির্দিষ্ট ভাবে জানানো হয়নি। তবে করোনা মোকাবিলা প্রকল্পের আবেদন জরুরি ভিত্তিতে বিবেচনা করা হবে বলে জানিয়েছে ইপিএফও।

অন্য বিষয়গুলি:

coronavirus Health Coronavirus Lockdown Provident Fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy