Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Coronavirus in India

অর্থনীতির ক্ষত আরও গভীর: রিজার্ভ ব্যাঙ্ক

ভারতের অর্থনীতি নিয়ে একের পর এক পূর্বাভাস আর পরিসংখ্যানে যে আশঙ্কার বন্যা বয়ে যাচ্ছে প্রতি দিন, বস্তুত এ দিন তা-ই আরও স্পষ্ট রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ০৪:১৬
Share: Save:

ভাবা হয়েছিল এক। হল আর এক।

বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক প্রকাশিত ঋণনীতি রিপোর্টে এক দিকে জারি হল সতর্কবার্তা। বলা হল, করোনার জেরে মন্দার খাদের মুখে বিপজ্জনক ভাবে ঝুলে থাকা বিশ্ব অর্থনীতি ভারতের আর্থিক বৃদ্ধিকেও ধাক্কা দেবে। লকডাউনের জেরে গভীর হবে অর্থনীতির ক্ষত। কতটা, তা বলা কঠিন এখনই। অন্য দিকে সেই রিপোর্টেই শোনা গেল শীর্ষ ব্যাঙ্কের আক্ষেপ— ঠিক যখন ২০২০-২১ সালের বৃদ্ধি মাথা তুলবে বলে ইঙ্গিত মিলতে শুরু করেছিল, তখনই সব ওলটপালট করে দিল কোভিড। জল ঢেলে দিল অর্থনীতির ঝিমুনি কাটাতে কেন্দ্র ও তাদের একের পর এক পদক্ষেপে।

ভারতের অর্থনীতি নিয়ে একের পর এক পূর্বাভাস আর পরিসংখ্যানে যে আশঙ্কার বন্যা বয়ে যাচ্ছে প্রতি দিন, বস্তুত এ দিন তা-ই আরও স্পষ্ট রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে। সেখানে বলা হয়েছে, করোনা, তাকে আটকাতে লকডাউন ও তাতে আর্থিক কর্মকাণ্ড থমকে যাওয়ায় বিশ্ব জুড়ে চোট খাওয়া উৎপাদন— এতেই খাঁড়া নামবে ভারতে। ধাক্কা খাবে বৃদ্ধি। তবে সেই ধাক্কা কতখানি, তা বলেনি আরবিআই। বরং দাবি করেছে, এই মুহূর্তে যা অবস্থা তাতে বৃদ্ধির হারের পূর্বাভাস দেওয়া কঠিন। কারণ, মনে করা হচ্ছে জন-জীবন, ব্যবসা-বাণিজ্য, উৎপাদন স্তব্ধ হওয়ায় বিশ্ব অর্থনীতিতে উৎপাদন সঙ্কুচিত হবে। তা মন্দাতেও ডুবতে পারে। যার প্রভাব থেকে নিস্তার নেই ভারতের। ফলে পরিস্থিতি চূড়ান্ত অনিশ্চিত। যে কারণে যা তথ্য আসছে, তা প্রতি দিন বৃদ্ধির ইঙ্গিতকে বদলে দিচ্ছে।

আশঙ্কা যে বাড়ছে, এ দিনই তা বলেছেন আইএমএফের কর্ণধার ক্রিস্টালিনা জর্জিয়েভা। তাঁর দাবি, ‘‘কোভিড যে বিদ্যুতের গতিতে বিশ্বের সামাজিক ও অর্থনৈতিক চেহারাকে চুরমার করেছে, তা স্মরণকালে হয়েছে বলে মনে করতে পারছি না।’’

তবে করোনা প্রতিরোধের পরে সব কিছু স্বাভাবিক হলে ভারতের অর্থনীতি ছন্দে ফিরবে বলেও আশা আরবিআইয়ের। যদিও সেটা কবে, সেই উত্তর নেই রিপোর্টে। উল্টে আতঙ্ক উস্কে তাদের মন্তব্য, ভারতের ভবিষ্যতে কোভিডের ছায়া স্পষ্ট। অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে, তা সারিয়ে ফের ঘুরে দাঁড়ানো নির্ভর করবে, ভাইরাস সংক্রমণকে কত দ্রুত নিয়ন্ত্রণ করা যাচ্ছে এবং কত দ্রুত চারপাশ স্বাভাবিক হচ্ছে তার উপরে।

এ দিন রাষ্ট্রপুঞ্জের সমীক্ষায় অবশ্য পূর্বাভাস, চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার নামবে ৪.৮ শতাংশে। তবে তা একেবারেই প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা। শ্লথ হবে বিশ্ব অর্থনীতি। দুর্ভোগ বেশি বইবে এশীয় প্রশান্তমহাসাগরীয় অঞ্চল। ভুগবে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলি।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India, COVID-19 Indian Economy Reserve Bank of India India Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy