Advertisement
২৮ অক্টোবর ২০২৪
Online Games

অনলাইন গেমিংয়ে নজরদারির সুপারিশ

সংস্থার রিপোর্টে বলা হয়েছে, কয়েক লক্ষ খেলোয়াড় (গেমার) রোজ গেমিং প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন। খরচ করেন বিপুল টাকা।

— প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ০৮:৫৯
Share: Save:

বিদেশে অনলাইন গেমিংয়ের পোর্টাল খুলে জিএসটি ফাঁকি দেওয়াকে কেন্দ্র করে সরকারের মাথাব্যথা বেড়ে চলেছে। এ বার এই ক্ষেত্রে বেআইনি আর্থিক লেনদেনের আশঙ্কার বিষয়টি উঠে এল পরামর্শদাতা সংস্থা ডিজিটাল ইন্ডিয়া ফাউন্ডেশনের রিপোর্টে। তাদের বক্তব্য, ভারতে অনলাইন গেমিংয়ের সম্ভাবনা বিপুল। কিন্তু এর বিপদগুলির দিকে দ্রুত নজর দেওয়া না গেলে সেই সম্ভাবনা তো ধাক্কা খাবেই, ডিজিটাল অর্থনীতির সামনেও ঝুঁকি বাড়বে।

সংস্থার রিপোর্টে বলা হয়েছে, কয়েক লক্ষ খেলোয়াড় (গেমার) রোজ গেমিং প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন। খরচ করেন বিপুল টাকা। এর উপরে শুধু গেমিং সংস্থাগুলি নয়, আর্থিক প্রযুক্তি, ক্লাউড পরিষেবা এবং সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রের ব্যবসা নির্ভর করে। দেশের প্রায় ৪০০ স্টার্ট-আপ এর সঙ্গে যুক্ত। দৈনিক প্রায় নয় কোটি গেমার টাকা দিয়ে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন। এই ক্ষেত্রে কাজ করেন প্রায় এক লক্ষ মানুষ। তবে একই সঙ্গে আর্থিক, সাইবার এবং গেমিং পোর্টাল ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার মতো চ্যালেঞ্জও রয়েছে এই ক্ষেত্রে। সঙ্গে যোগ হয়েছে বিদেশের বেটিং প্ল্যাটফর্ম এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বেআইনি আর্থিক লেনদেনের আশঙ্কা। ডিজিটাল ইন্ডিয়া ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা অরবিন্দ গুপ্ত বলেন, ‘‘গেমিং ক্ষেত্রে পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি। তৈরি করা দরকার টাস্কফোর্স। প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা।’’

অন্য বিষয়গুলি:

Online games gambling Online Gambling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE