Advertisement
E-Paper

তেল নিয়ে মোদীকে তোপ কংগ্রেসের

এ দিন কংগ্রেস নেতা কপিল সিব্বল জানান, ২০১২ সালে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী পেট্রলের দর নিয়ে কেন্দ্রের ইউপিএ সরকারকে নিশানা করেছিলেন। মন্তব্য করেছিলেন, ওই জ্বালানির দর ৭১.৪১ টাকায় পৌঁছে যাওয়া আসলে কেন্দ্রের ব্যর্থতা। সিব্বলের বক্তব্য, তখন অশোধিত তেলের দর ব্যারেলপ্রতি ১০৬.৮৫ ডলার থাকলেও, এখন তা মাত্র ৩৮ ডলার। অথচ দেশে পেট্রলের দাম সেই সময়ের চেয়ে বেশি। তেলের দাম বাড়িয়ে ছ’দিনেই বাড়তি ৪৪,০০০ কোটি টাকা আদায় করেছে কেন্দ্র।

নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০৪:৫২
Share
Save

টানা ৮২ দিন জ্বালানির দাম এক রাখার পর গত রবিবার থেকে পেট্রল-ডিজেলের দাম বাড়াতে শুরু করেছে তেল সংস্থাগুলি। যার ফলে গত আট দিনে কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে ওই দুই জ্বালানির দাম বেড়েছে যথাক্রমে ৪.৩৪ টাকা ও ৪.১৮ টাকা। আজ, রবিবার শহরে পেট্রল ও ডিজেলের দাম লিটারে বেড়ে হয়েছে যথাক্রমে ৭৭.৬৪ টাকা ও ৬৯.৮০ টাকা। তেলের দাম বৃদ্ধি নিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করেছে কংগ্রেস। অস্ত্র করেছে তাঁরই করা পুরনো এক টুইটকে।

এ দিন কংগ্রেস নেতা কপিল সিব্বল জানান, ২০১২ সালে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী পেট্রলের দর নিয়ে কেন্দ্রের ইউপিএ সরকারকে নিশানা করেছিলেন। মন্তব্য করেছিলেন, ওই জ্বালানির দর ৭১.৪১ টাকায় পৌঁছে যাওয়া আসলে কেন্দ্রের ব্যর্থতা। সিব্বলের বক্তব্য, তখন অশোধিত তেলের দর ব্যারেলপ্রতি ১০৬.৮৫ ডলার থাকলেও, এখন তা মাত্র ৩৮ ডলার। অথচ দেশে পেট্রলের দাম সেই সময়ের চেয়ে বেশি। তেলের দাম বাড়িয়ে ছ’দিনেই বাড়তি ৪৪,০০০ কোটি টাকা আদায় করেছে কেন্দ্র।

বিরোধীদের আরও বক্তব্য, সোমবার থেকে বৃহত্তর ভাবে শিথিল হয়েছে লকডাউন। তার আগে গাড়ি বা গণপরিবহণ সে ভাবে না-চললেও, এখন অনেকটাই চালু হয়েছে। আর ঠিক সেই সময়ে টানা বেড়ে চলেছে জ্বালানির দর। ফলে পরিবহণের খরচও বাড়ছে। যা শেষ পর্যন্ত আমজনতার পকেটেই ছেঁকা দেবে।

এর আগে বিজেপি দাবি করেছিল, তেলের দাম বাড়লে যত হইচই হয়, দাম কমলে তা হয় না। বছরের গোড়াতেই বেশ কিছু দিন দাম কমেছিল। যদিও বিরোধীদের দাবি, অশোধিত তেলের দর ১৫ বছরে এত নীচে নামেনি। কিন্তু সেই সুবিধা জনগণকে না-দিয়ে শুল্ক বাড়িয়ে ৫ মার্চ থেকে এখনও পর্যন্ত ২.৫ লক্ষ কোটি টাকা আয় করেছে কেন্দ্র। কেয়ার রেটিংসের হিসেব দিয়ে সিব্বলের দাবি, কেন্দ্র পেট্রল ও ডিজেলের মূল দামের উপরে যথাক্রমে ২৭০% ও ২৫৬% কর আদায় করছে।

Congress oil Narendra Modi

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}