Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৪
Unemployment

কাজ নিয়ে ফের তোপ

এ দিন রাহুল বলেন, নোটবন্দি করে এবং প্রস্তুতি ছাড়া জিএসটি চালু করে কেন্দ্র ছোট-মাঝারি শিল্পকে লাগাতার আক্রমণ করেছে। যা দেশকে উৎপাদন ভিত্তিক অর্থনীতি থেকে চাহিদা ভিত্তিক অর্থনীতিতে পরিণত করেছে।

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৬
Share: Save:

দেশে কাজের সুযোগ তৈরি নিয়ে ফের রাহুল গান্ধীর নিশানায় মোদী সরকার। শুক্রবার জম্মুতে এক আলোচনায় তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মোনোপলি মডেল’ মানুষের কাজ কেড়েছে। যার ব্যাখ্যা করতে গিয়ে রাহুলের মন্তব্য, এ ক্ষেত্রে ৫-১০টি সংস্থার হাতে ক্ষমতা কুক্ষিগত হয়েছে। ছোট শিল্প ধ্বংস হয়েছে এবং তাদের সুযোগ কমেছে। কেন্দ্র অবশ্য হালে দেশে কর্মসংস্থান বৃদ্ধির দাবিই করেছে।
ঘোষণা করেছে, ১ অক্টোবর থেকে বিভিন্ন স্তরে কর্মীদের ন্যূনতম দৈনিক মজুরি বেড়ে হচ্ছে ১০৩৫ টাকা পর্যন্ত।

এ দিন রাহুল বলেন, নোটবন্দি করে এবং প্রস্তুতি ছাড়া জিএসটি চালু করে কেন্দ্র ছোট-মাঝারি শিল্পকে লাগাতার আক্রমণ করেছে। যা দেশকে উৎপাদন ভিত্তিক অর্থনীতি থেকে চাহিদা ভিত্তিক অর্থনীতিতে পরিণত করেছে। এই ধারা বহাল থাকলে সমাজের সকলের কাছে উন্নয়ন পৌঁছবে না বলেও দাবি তাঁর। তাই জিএসটি ব্যবস্থার সরলীকরণ ও ছোট শিল্পের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিয়ে চাকরি তৈরির সওয়াল করেন রাহুল। তবে বেকারত্ব নিয়ে বিরোধীদের তোপের মধ্যেই শুধু বস্ত্র শিল্পে ২০৩০ সালের মধ্যে ছ’কোটি কাজ তৈরির রূপরেখা প্রস্তুত বলে এ দিন দাবি বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE