Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Gautam Adani

স্বচ্ছতা দাবি কংগ্রেসের

সংবাদমাধ্যমের একাংশের খবর ছিল, আদানি গোষ্ঠীর শেয়ারে টাকা ঢেলেছে, এমন কিছু বিদেশি লগ্নিকারী তহবিল মালিকদের নাম প্রকাশ করতে অস্বীকার করেছে।

An image of Gautam Adani

আদানি গোষ্ঠীতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির মালিকদের পরিচয় জানার জন্য সেবি সব রকম চেষ্টা করবে বলে আশা প্রকাশ করল কংগ্রেস। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ০৫:২২
Share: Save:

আদানি গোষ্ঠীতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির মালিকদের পরিচয় জানার জন্য শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি সব রকম চেষ্টা করবে বলে আশা প্রকাশ করল কংগ্রেস। বিরোধী দলটির দাবি, জনস্বার্থের কথা মাথায় রেখে এ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার অজুহাতে কারও পরিচয় লুকিয়ে রাখা উচিত নয়।

সংবাদমাধ্যমের একাংশের খবর ছিল, আদানি গোষ্ঠীর শেয়ারে টাকা ঢেলেছে, এমন কিছু বিদেশি লগ্নিকারী তহবিল মালিকদের নাম প্রকাশ করতে অস্বীকার করেছে। তুলে ধরেছে গোপনীয়তা রক্ষার বিদেশি আইন। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের। সেই সঙ্গে তাঁর দাবি, জি-২০ গোষ্ঠীতে বার বারই আন্তর্জাতিক আর্থিক লেনদেনে স্বচ্ছতার কথা তোলা হয়। অথচ ভারত প্রেসিডেন্ট থাকাকালীন যদি স্বচ্ছতার বদলে ‘বন্ধু শিল্পপতিদের’ স্বার্থকে বেছে নেওয়া হয়, তা হলে সেটা দুর্ভাগ্যজনক। এই জন্যই যৌথ সংসদীয় কমিটিকে দিয়ে আদানিদের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগের তদন্ত করানো জরুরি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE