Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Share Market

সূচনায় সূচক উঠলেও চিন্তা অব্যাহত

দুশ্চিন্তাকে সঙ্গী করেই নতুন বছরে পা রেখেছে বাজার। তবে বুধবার বছরের প্রথম লেনদেনের দিনে প্রবল দোলাচলের মধ্যেও দুই সূচক উঠল।

Sourced by the ABP

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ০৭:৩১
Share: Save:

গত বছর একটা সময়ে ৮৬ হাজারের দরজায় পৌঁছে গিয়েছিল সেনসেক্স। রেকর্ড উচ্চতায় উঠেছিল নিফ্‌টিও। কিন্তু এখন ভারতীয় শেয়ার বাজারের দুই প্রধান সূচকের অবস্থান সেই জায়গা থেকে প্রায় ১০% নীচে। ফলে দুশ্চিন্তাকে সঙ্গী করেই নতুন বছরে পা রেখেছে বাজার। তবে বুধবার বছরের প্রথম লেনদেনের দিনে প্রবল দোলাচলের মধ্যেও দুই সূচক উঠল। ডলারের নিরিখে একই থাকল টাকার দর। বিশেষজ্ঞেরা অবশ্য বলছেন, বাজার আপাতত অস্থির থাকবে।

এ দিন অনেক উত্থান পতনের পরে লেনদেনের শেষে সেনসেক্স ৩৬৮.৪০ পয়েন্ট উঠে ৭৮,৫০৭.৪১ অঙ্কে দৌড় শেষ করেছে। যদিও দিনের মাঝে একটা সময়ে সূচকটি ৬১৭.৪৮ পয়েন্ট উঠে গিয়েছিল। নিফ্‌টি ৯৮.১০ পয়েন্ট উঠে হয়েছে ২৩,৭৪২.৯০। ছোট ও মাঝারি মাপের শেয়ারগুলির সূচক বেড়েছে যথাক্রমে ১.০৩% এবং ০.৫০%। তবে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি এ দিন ১৭৮২.৭১ কোটি টাকা তুলে নিয়েছে।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘সম্প্রতি প্রধান আটটি পরিকাঠামো ক্ষেত্র, শিল্পোৎপাদন, জিএসটি সংগ্রহ-সহ অর্থনীতির বিভিন্ন মাপকাঠিতে উন্নতি দেখা যাচ্ছে। যা আর্থিক কর্মকাণ্ডের শ্লথতা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষণ। কেন্দ্রও জানিয়েছে, এ বার পরিকাঠামো ক্ষেত্রে সরকারি খরচ ফের বাড়ানো হবে। নজর দেওয়া হচ্ছে শহরের চাহিদার উন্নতিতেও। এই সমস্ত কারণে বাজার এ দিন উঠেছে।’’ তবে একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বছর বাজার অস্থির থাকার সম্ভাবনাই বেশি। ২০২৪ সালে লগ্নিকারীরা যে রিটার্ন পেয়েছেন, ২০২৫ সালে তা কতটা পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ আছে।

অন্য বিষয়গুলি:

Share Market Sensex Nifty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy