Advertisement
২০ নভেম্বর ২০২৪

নগদ স্বাভাবিক, আশ্বাস কেন্দ্রের 

মন্ত্রক সূত্রের খবর, দেশের ৮৬% এটিএমে নগদ মিলছে। পঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওডিশা বা উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ৯০% এটিএম থেকেই ফিরতে হচ্ছে না খালি হাতে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও পটনা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০১:৪৫
Share: Save:

দেশ জুড়ে প্রবল সমালোচনার মুখে এটিএমে নোটের জোগান অনেকটা স্বাভাবিক হয়ে আসার আশ্বাস দিল অর্থ মন্ত্রক। যদিও বিহার, তেলঙ্গানার মতো বেশ কিছু রাজ্যে সমস্যা এখনও কাটেনি বলে মেনে নিচ্ছে তারা।

মন্ত্রক সূত্রের খবর, দেশের ৮৬% এটিএমে নগদ মিলছে। পঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওডিশা বা উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ৯০% এটিএম থেকেই ফিরতে হচ্ছে না খালি হাতে। পশ্চিমবঙ্গেও বড় সমস্যার খবর এ দিন নেই।

কিন্তু মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিহারে মাত্র ৬৬% এটিএম কাজ করছে। অন্ধ্র ও তেলঙ্গানায় তা ৭০ ও ৭৭ শতাংশ। সূত্রের খবর, বিহারে বাড়তি হাজার কোটি টাকা নগদ পাঠানো হবে। পটনায় এ দিন এটিএমে টাকা মিললেও, গয়া, মুজফ্‌ফরপুর, পূর্ণিয়া-সহ বিভিন্ন জেলা শহরে বহু এটিএমই নগদহীন। তিন মাস আগে থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও নগদের সমস্যাকে কেন্দ্র যে ভাবে আমল দেয়নি, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানাও।

দিল্লির দাবি
• নোটের জোগান ইতিমধ্যেই স্বাভাবিক ৮৬% এটিএমে
• পশ্চিমবঙ্গ-সহ বেশির ভাগ রাজ্যেই অবস্থা প্রায় স্বাভাবিক
• সমস্যা কিছুটা রয়ে গিয়েছে বিহার, অন্ধ্রপ্রদেশের মতো গুটিকয়েক রাজ্যে
• পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে আর বড়জোর দু’তিন দিন

এসবিআই উবাচ
• শুক্রবারের মধ্যেই পুরোপুরি মিটে যাবে নগদ সঙ্কট
• ছোট শহরে খুচরো বিপণির পিওএস মেশিন থেকে ২,০০০ টাকা নিখরচায় তোলার সুবিধা

অর্থ প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লের অভিযোগ, ‘‘কিছু লোক নিজের ভাবমূর্তি তৈরির জন্য দেশকে ভুল পথে চালিত করছেন।’’

তবে প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিন্‌হা এ দিন এক সাক্ষাৎকারে বলেছেন, সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের গাফিলতিতেই এই নগদ সঙ্কট।

অন্য বিষয়গুলি:

Centre ATM No Cash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy