Advertisement
১৩ জানুয়ারি ২০২৫
Central Government Initiative

জলপথের উন্নয়নে উদ্যোগী কেন্দ্র

‘ইনল্যান্ড ওয়াটারওয়েস ডেভেলপমেন্ট কাউন্সিল’-এর বৈঠকে সম্প্রতি এই বার্তা দিয়েছেন জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

২১টি জলপথের উন্নয়নে ১৪০০ কোটি টাকার প্রকল্পের কথাও জানান তিনি।

২১টি জলপথের উন্নয়নে ১৪০০ কোটি টাকার প্রকল্পের কথাও জানান তিনি। —প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ০৮:০৫
Share: Save:

অন্তর্দেশীয় নদীপথের উন্নয়নে পাঁচ বছরে ৫০,০০০ কোটি টাকা লগ্নি করবে কেন্দ্র। লক্ষ্য, জলপথে যোগাযোগ ব্যবস্থা সুগম করে রাস্তা ও রেলপথের চাপ কমানো ও নৌবাণিজ্যের প্রসার ঘটানো। ‘ইনল্যান্ড ওয়াটারওয়েস ডেভেলপমেন্ট কাউন্সিল’-এর বৈঠকে সম্প্রতি এই বার্তা দিয়েছেন জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই লক্ষ্যে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা ২১টি জলপথের উন্নয়নে ১৪০০ কোটি টাকার প্রকল্পের কথাও জানান তিনি।

মন্ত্রী জানান, প্রস্তাবিত প্রকল্পে দেশে বিভিন্ন নদীপথে ১০০০ ব্যাটারি-চালিত ভেসেল চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। শিল্পোন্নয়ন ও কাজ তৈরির লক্ষ্যে ভাবনা রয়েছে জাহাজ মেরামতির পরিকাঠামো ও ৬২টি জেটি তৈরির। যাত্রীদের ওঠানামার ব্যবস্থা মসৃণ করতে খড়্গপুর আইআইটি-র প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন নদীপথে ‘কুইক পন্টুন ওপেনিং মেকানিজ়ম’ কার্যকর করার চেষ্টাও চলছে।

বৈঠকে গুরুত্ব পেয়েছে কেরলের কোচির ওয়াটার মেট্রোর সাফল্য। জলপথে যাতায়াতের পরিকাঠামোকে আধুনিক মেট্রো ব্যবস্থার সমতুল করে গড়ে তোলার জন্য সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কেন্দ্র। এর অংশ হিসেবে শহর ও নদীপথ মিলিয়ে ১৮টি স্থানে জলপথে পরিবেশবান্ধব আধুনিক যাতায়াত ব্যবস্থা গড়ার সম্ভাবনা খতিয়ে দেখতে বলা হয়েছে কোচির সংস্থাটিকে। এর মধ্যে নদী ছাড়াও রয়েছে হ্রদ, খাঁড়ি, ব্যাক ওয়াটার ও উপকূল এলাকা। ভাবনায় রয়েছে গুয়াহাটি লাগোয়া ব্রহ্মপুত্র, শ্রীনগরের ডাল লেক, লক্ষদ্বীপ ও আন্দামানের বিভিন্ন দ্বীপের মধ্যে যোগাযোগে ওই ব্যবস্থা কাজে লাগানো। আমদাবাদের সবরমতি নদী, সুরাট, অযোধ্যা, অসমের ধুবরি, কলকাতা, পটনা, প্রয়াগ, বারাণসী, ম্যাঙ্গালুরু, কেরলের কোল্লাম, উত্তরপ্রদেশের প্রয়াগরাজকে সম্ভাব্য ক্ষেত্র হিসেবে ভাবা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Transport Invest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy