গত শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষিত বাজেটে শিশুদের জন্য বরাদ্দ হয়েছে ১,১৬,১৩২.৫ কোটি টাকা। আগের বছরের ১,০৯,৯২০.৯৫ কোটি টাকার তুলনায় তা ৫.৬৫% বেশি। তবে শিশু অধিকার রক্ষার সংগঠনগুলি এই খাতে কমতে থাকা বরাদ্দের অভিযোগ তুলে আশঙ্কা প্রকাশ করেছে। বলেছে, এর সঙ্গে আপস করা উচিত নয়।
সংগঠনগুলির দাবি, বিশ্বে সবচেয়ে জরুরি বিষয়গুলির একটি শিশুদের অধিকার রক্ষা। সে জন্য তহবিল চাই। তাদের অভিযোগ, অথচ বাজেটে এই সংক্রান্ত অর্থের ভাগই কমছে। অত্যন্ত জরুরি প্রকল্পগুলিতে বরাদ্দ কমানো হয়েছে এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা ক্ষেত্রে তহবিলের পুরোটা ব্যবহার করা হচ্ছে না। তারা তথ্য তুলে ধরে জানিয়েছে, বাজেটের মাত্র ২.২৯ শতাংশে থেকে গিয়েছে শিশুদের জন্য বরাদ্দ। ২০১২-১৩ সালে তা ছিল ৪.৭৬%। তার পর থেকেই নামছে। যেটা সমাজের পক্ষে আশঙ্কাজনক।
দু’টি শিশু অধিকার রক্ষা সংগঠন চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (ক্রাই) এবং এইচএকিউ সেন্টার ফর চাইল্ড রাইটস-এর বিশ্লেষকদের পরিসংখ্যানে প্রকাশ, শিশুদের বাজেট জিডিপি- নিরিখেও গত অর্থবর্ষের ০.৩৪% থেকে এ বার কমে হয়েছে ০.৩৩%।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)