ফের নতুন উচ্চতায় পাড়ি দিল শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স এই প্রথম দিন শেষ করল ৮২,৩৬৫.৭৭ অঙ্কে। উত্থান ২৩১.১৬ পয়েন্ট। তবে লেনদেন চলাকালীন এক সময় ৫০২.৪২ লাফিয়ে তা ছুঁয়ে এসেছে ৮২,৬৩৭.০৩-এর সর্বকালীন উচ্চতা। এই নিয়ে টানা ন’দিন ধরে ১৯৪১.০৯ (২.৪১%) পয়েন্ট চড়তে দেখা গেল সূচকটিকে। নতুন নজির গড়েছে নিফ্টি-ও। লাগাতার ১২ দিনে চড়েছে ১০৯৬.৯ (৪.৫৪%)। এ দিন ৮৩.৯৫ এগিয়ে বন্ধ হয়েছে ২৫,২৩৫.৯০-এ। পরিসংখ্যান বলছে, ১৯৯৬ সালে চালু হওয়ার পরে এনএসই-র এই সূচকের এটাই সব থেকে লম্বা সময় ধরে একটানা ঊর্ধ্বমুখী দৌড়।
বিশেষজ্ঞ মহলের দাবি, বিভিন্ন দেশের চাঙ্গা বাজারই মূলত শক্তি জুগিয়েছে ভারতের সূচকগুলিকে। তার উপর আমেরিকায় সুদ কমার সম্ভাবনা তৈরি হওয়ায় বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ফের পুঁজি ঢালতে শুরু করেছে এ দেশে। শেয়ারে বিপুল টাকা খাটাচ্ছে দেশের মিউচুয়াল ফান্ডগুলিও। যা সূচককে ঠেলে তুলছে।
স্টুয়ার্ট সিকিয়োরিটিজ়-এর চেয়ারম্যান কমল পারেখের বক্তব্য, ‘‘ভারতীয় সূচকের এমন টানা উত্থানের পিছনে কোনও যুক্তি কাজ করছে না। এখন নগদের জোগানই চালনা করছে শেয়ার বাজারকে। যা সূচককে মোটে পড়তেই দিচ্ছে না। এই ধরনের অতিরিক্ত তেতে থাকা বাজার ভয়ানক। বিশেষ করে ছোট লগ্নিকারীদের পক্ষে। অতিমারির মতো বড় মাপের বিপর্যয় এই ধরনের বাজারকে এমন ধাক্কা দেয় যে, তা একেবারে তলিয়ে যেতে পারে। বিরাট লোকসান গুনতে হতে পারে লগ্নিকারীদের।’’ যে কারণে অত্যন্ত ভেবেচিন্তে সতর্ক হয়ে লগ্নির পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, আমেরিকার সুদ-সিদ্ধান্তের সঙ্গেই প্রেসিডেন্ট নির্বাচনেরও বড় প্রভাব থাকবে সূচকে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)