Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Electricity

আশা পূরণ করল না পুজোর বিদ্যুৎ

সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, মূলত এলইডি আলো ব্যবহারের ফলে বিদ্যুতের খরচ কম হচ্ছে। তাই চাহিদা কমেছে। তবে অন্য এক অংশের দাবি, সামগ্রিক ভাবে এ বছরের পুজোয় জাঁকজমক কমেছে।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ০৮:২২
Share: Save:

পুজোর বাজার গত বারের তুলনায় অনেকটা ঝিমিয়ে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা। পরিসংখ্যানে উঠে এল, চলতি বছরের পুজোর দিনগুলিতে বিদ্যুতের সর্বাধিক চাহিদাও আশানুরূপ বাড়েনি। রাজ্য সরকারের দাবি ছিল, তা কমপক্ষে ১০% বাড়বে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন, পুজোয় দিনে সর্বাধিক চাহিদা ১০,০০০ মেগাওয়াট ছাপিয়ে যেতে পারে। কিন্তু বাস্তবে চাহিদা থমকে গিয়েছে ৯৮৩৫ মেগাওয়াটেই।

সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, মূলত এলইডি আলো ব্যবহারের ফলে বিদ্যুতের খরচ কম হচ্ছে। তাই চাহিদা কমেছে। তবে অন্য এক অংশের দাবি, সামগ্রিক ভাবে এ বছরের পুজোয় জাঁকজমক কমেছে। বহু জায়গায় আলোর রোশনাই ছিল গত কয়েক বছরের তুলনায় কম। তারই সম্মিলিত ফল বিদ্যুতের সর্বাধিক চাহিদার আশা পূরণ না করা।

২০২৩ সালে মোট ৪৭,২৭৫টি পুজো বিদ্যুৎ সংযোগ নেওয়ার আবেদন জানিয়েছিল। এ বছর ৪৯,০০০-এর বেশি হবে বলে জানিয়েছিল সরকার। তার পরেও বিদ্যুতের চাহিদা কেন সে ভাবে বাড়েনি, প্রশ্ন উঠেছে রাজ্য প্রশাসনের অন্দরেই। রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এবং সিইএসসি-র পক্ষ থেকে যে যৌথ হিসেব দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, এ বার সবচেয়ে বেশি বিদ্যুতের চাহিদা ছিল চতুর্থীতে। দুই সংস্থা মিলে সর্বাধিক চাহিদা ছোঁয় ৯৮৩৫ মেগাওয়াট। গত বছর ছিল ৯২৫২ মেগাওয়াট। পঞ্চমীর চাহিদা ৯২৯৫ মেগাওয়াট, গত বার ছিল প্রায় ৯০০০ মেগাওয়াট। ষষ্ঠীতে এ বছর ছিল ৯০৪৪ মেগাওয়াট। সপ্তমী থেকে সাধারণত বিদ্যুতের চাহিদা বরাবর কমে যায়। কারণ অফিস-কলকারখানা বন্ধ হয়ে যায়। এ বছর তা হয়েছে যথাক্রমে ৮৬৩৫, ৮৭২৯ এবং ৮৪৫৬ মেগাওয়াট।

অন্য বিষয়গুলি:

electricity Durga Puja 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy