আইবিএমের নতুন সিইও অরবিন্দ কৃষ্ণ। ছবি: পিটিআই।
আমেরিকার টেক জায়ান্টের মাথায় চড়ে বসলেন ফের এক ভারতীয়। মাইক্রোসফট, গুগল এং মাস্টারকার্ডের পর এ বার আইবিএমের সিইও হলেন এক ভারতীয়। টেক জায়ান্ট আইবিএমের সিইও নিযুক্ত করা হল অরবিন্দ কৃষ্ণকে। তিনি কানপুর আইআইটির প্রাক্তনী।
এত দিন আইবিএমের সিইও ছিলেন ভার্জিনিয়া রোমেটি। দীর্ঘ ৪০ বছর তিনি আইবিএমের সঙ্গে যুক্ত। তাঁর পরবর্তীতে এই দায়িত্বভার দেওয়া হবে অরবিন্দ কৃষ্ণকে। এ বছর ৬ এপ্রিল থেকে তিনি সিইও পদে যোগ দেবেন।
অরবিন্দ কৃষ্ণ কানপুর আইআইটির প্রাক্তনী। বর্তমানে তাঁর বয়স ৫৭ বছর। ১৯৮৫ সালে কানপুর আইআইটি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন তিনি। তারপর ১৯৯১ সালে ইউনিভার্সিটি অব ইলিনয় থেকে পিএইচডি করেন। আইবিএমে যোগ দিয়েছিলেন পিএইচডি সম্পূর্ণ করা আগেই। ১৯৯০ সালে। বর্তমানে তিনি আইবিএম-এর ক্লাউড অ্যান্ড কগনিটিভ সফটওয়্যার ইউনিটের প্রধান পদে রয়েছেন।
আরও পড়ুন: জামিয়ার বন্দুকবাজকে সংবর্ধনা দিতে চায় হিন্দু মহাসভা, ‘কে টাকা জোগাল’, প্রশ্ন রাহুলের
বর্তমানে আমেরিকার টেক গ্রুপগুলোর অনেকেরই মাথায় রয়েছেন ভারতীয়রা। যেমন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা, গুগলের সিইও সুন্দর পিচাই, মাস্টারকার্ডের সিইও অজয় বাঙ্গা। এবার সেই ভারতীয় সিইও-র তালিকায় যোগ হলেন অরবিন্দ কৃষ্ণও।
আরও পড়ুন: পুলিশের গুলিতে হত অভিযুক্ত, জনতার পাথরে স্ত্রী, রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার ২০ শিশু
২০১৯ সালে রেড হ্যাট সংস্থা কিনে নেয় আইবিএম। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই অরবিন্দ কৃষ্ণর। এ ছাড়াও ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারস এবং এসিএম জার্নালের সম্পাদক তিনি।
!
Another proud moment for IIT Kanpur! Our Distinguished Alumnus Awardee Dr. Arvind Krishna has been appointed the CEO of @IBM. I was happy to meet him in New Jersey in November last year. Congratulations @ArvindKrishna pic.twitter.com/Be8Se2tgwR
— Abhay Karandikar (@karandi65) January 31, 2020
এই খবর সামনে আসার পরই টুইট করেছেন কানপুর আইআইটির অধিকর্তা অভয় করনদিকর। টুইটে তিনি এটাকে ‘গর্বের মুহূর্ত’ বলেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy