Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Tea Garden

চা বাগানে বোনাস মেলা নিয়ে সংশয়

চা বাগানের মালিকপক্ষ ও ইউনিয়নগুলি দ্বিপাক্ষিক বৈঠকে বোনাস ঠিক করে। চা শিল্প সূত্রের খবর, গত ৩০ অগস্ট থেকে এখনও পর্যন্ত পাঁচ দফা বৈঠকেও রফাসূত্র মেলেনি।

চা বাগান।

চা বাগান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ০৩:০৩
Share: Save:

পুজোর আর মাত্র চার দিন। এই অবস্থায় ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে গিয়ে দার্জিলিঙের চা বাগানগুলিতে শ্রমিকদের বোনাস পাওয়া নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। এর দায় একে অপরের উপরে চাপিয়েছে মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নগুলি। গোর্খা জনমুক্তি মোর্চার ইউনিয়ন দার্জিলিং-ডুয়ার্স-তরাই প্লান্টেশন লেবার ইউনিয়ন জানিয়েছে, এর বিরুদ্ধে আজ, মঙ্গলবার থেকে বাগানে শুরু হবে বিক্ষোভ কর্মসূচি। বাগান বন্ধ রাখার হুমকিও দিয়েছে তারা।

চা বাগানের মালিকপক্ষ ও ইউনিয়নগুলি দ্বিপাক্ষিক বৈঠকে বোনাস ঠিক করে। চা শিল্প সূত্রের খবর, গত ৩০ অগস্ট থেকে এখনও পর্যন্ত পাঁচ দফা বৈঠকেও রফাসূত্র মেলেনি। যে কারণে এ দিন কলকাতায় নব মহাকরণে শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। এ নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা সন্দীপ মুখোপাধ্যায় জানান, শ্রমমন্ত্রীর পরামর্শ মতো তাঁরা ১৫% পর্যন্ত বোনাস দিতে রাজি ছিলেন। কিন্তু ইউনিয়নগুলি ১৯ শতাংশের কমে রাজি নয়। তাঁর দাবি, খারাপ আবহাওয়ার দরুন ও বহু শ্রমিক অন্য কাজে চলে যাওয়ায় এ বার উৎপাদন প্রায় ২৫ লক্ষ কেজি কম হয়েছে। তবে মোর্চার ইউনিয়নের প্রেসিডেন্ট করুণা গুরুঙ্গের দাবি, শ্রমমন্ত্রী ১৫ শতাংশের বেশি বোনাসের কথা বলেছিলেন। উৎপাদন হয়েছে যথেষ্টই। গত বছর দার্জিলিঙের বাগানে ১৫% বোনাস হয়েছিল। এ বার ডুয়ার্স-তরাইয়ে হয়েছে ১৮.৫%।

অন্য বিষয়গুলি:

Tea Garden Bonus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy