কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা নিয়ে মুখ খুললেন ভারতী এয়ারটেলের কর্ণধার সুনীল মিত্তল। ফলে এই নিয়ে তরজা আরও বাড়ল। মিত্তল বলেছেন, ‘‘গ্রামীণ ও দুর্গম এলাকায় এই প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য যৌথ ভাবে পরিষেবা দেওয়া যেতে পারে। কিন্তু যখন শহরাঞ্চলে পরিষেবা দেওয়ার প্রশ্ন আসবে, তখন কেন্দ্র ও টেলিকম নিয়ন্ত্রকের উচিত আমাদের মতো টেলিকম সংস্থাকেও সুযোগ দেওয়া।’’
ভারতে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে স্পেকট্রাম নিলাম করছে না কেন্দ্র। সংস্থাগুলিকে সরাসরি তা বণ্টন করবে তারা। যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বক্তব্য, বিশ্বে এমন ব্যবস্থাই রয়েছে। এ ব্যাপারে এগিয়ে রয়েছে জেফ বেজ়োসের অ্যামাজ়ন এবং ইলন মাস্কের স্টারলিঙ্ক। ইতিমধ্যে এর বিরোধিতা করেছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিয়ো। এ বার সেই সুরে গলা মেলালেন এয়ারটেল কর্তা।
মিত্তলের দাবি, দেশে এখনও যেখানে ইন্টারনেট পৌঁছয়নি, সেখানে তা পৌঁছে দেওয়ার জন্য কৃত্রিম উপগ্রহভিত্তিক নেট পরিষেবা জরুরি। কিন্তু যেখানে বিকল্প রয়েছে, সেখানে সকলকে পরিষেবা দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তাঁর কথায়, ‘‘আমরা দেশে বহুদিন ধরে টেলিকম পরিষেবা দিয়ে আসছি। আমরাও চাই নতুন প্রযুক্তি গ্রাহকদের কাছে নিয়ে যেতে। ইতিমধ্যেই তার জন্য আবেদন জানিয়েছি। সম্মতি পেলে পরিষেবা দেওয়া শুরু করব।’’ তিনি মনে করেন, ভারতের মতো দেশে টেলিকম ক্ষেত্রে পরিষেবা দেওয়ার জন্য তিন-চারটি সংস্থার উপস্থিতি জরুরি। তাতে সুস্থ প্রতিযোগিতা থাকবে। বাড়বে মান। উপকৃত হবেন গ্রাহক।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)