Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Aadhaar Card Update

বিনামূল্যে আধার নথি আপলোড, ফের বাড়ল সময়সীমা, শেষ তারিখ জানেন?

ফের এক বার বিনামূল্যে আধার নথি আপলোডের সময়সীমা বৃদ্ধি করল নরেন্দ্র মোদী সরকার। গ্রাহকদের আর্থিক সাশ্রয়ের কথা মাথায় রেখে চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।

Aadhaar card free online update deadline extended until 24 June 2025 by UIDAI

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৪
Share: Save:

আধার কার্ড গ্রাহকদের জন্য সুখবর। বিনামূল্যে অনলাইনে নথি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ বা ইউআইডিএআই। সেই নির্দেশিকা অনুযায়ী, আগামী বছরের (পড়ুন ২০২৫) ১৪ জুন পর্যন্ত এই সুবিধা মিলবে। বলা বাহুল্য, এই সিদ্ধান্তের জেরে আর্থিক সাশ্রয় হবে কয়েক লক্ষ আধার গ্রাহকের।

চলতি বছরের ১৪ জুন নিখরচায় আধার কার্ডের অনলাইন নথি জমার শেষ তারিখ ধার্য করেছিল ইউআইডিএআই। পরে দু’দফায় তা বৃদ্ধি করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা। প্রথম বার ১৪ সেপ্টেম্বর এবং পরের বার ১৪ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেন তাঁরা। এ বার তৃতীয় বারের জন্য বিনামূল্যে আধার কার্ডের নথি জমার শেষ তারিখ সম্প্রসারিত করল ইউআইডিএআই।

আধার গ্রাহকদের কাছে এই খবর পৌঁছে দিতে এ দিন এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা। সেখানে বলা হয়েছে, ‘‘২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আধার নথি আপলোড করা যাবে। কেবলমাত্র ‘মাই আধার’ পোর্টালে এই সুবিধা মিলবে। নথি আপডেটের জন্য আমরা গ্রাহকদের উৎসাহিত করছি। আধার কার্ডের তথ্য নিখরচায় বদল করতে চাইলে তা ১৪ জুনের মধ্যে করে ফেলুন।’’

অনলাইনে আধার কার্ডের নথি আপলোড করতে হলে প্রথমে ‘মাই আধার’ পোর্টালে লগ ইন করতে হবে। আধার নম্বর ব্যবহার করে এটা করতে পারবেন গ্রাহক। লগ ইনের সময়ে লিখতে হবে ক্যাপচা। আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে আসবে ওটিপি। সেই নম্বরটি দিলে তবেই খুলবে পোর্টাল।

এর পর ‘ডকুমেন্ট আপডেট’ সেকশনে ঢুকতে হবে গ্রাহককে। সেখানে আপলোড করা নথি এবং তথ্য দেখতে পাবেন তিনি। এর মধ্যে বদল করতে চাওয়া তথ্যগুলিকে বেছে নিতে হবে তাঁদের। এর জন্য কী কী নথি আপলোড করতে হবে, তা ড্রপ ডাউন বক্স থেকে জানতে পারবেন গ্রাহক। সেই মতো নথির স্ক্যান কপি আপলোড করতে হবে তাঁকে। নথি আপলোড হয়ে গেলে সেগুলির যাচাই বা ভেরিফিকেশন পর্ব শুরু করবে আধার কর্তৃপক্ষ।

নথি জমা করার পর পোর্টালের থেকে মিলবে সার্ভিস রিকোয়েস্ট নম্বর। গ্রাহককে এই নম্বরটি লিখে রাখতে হবে। এর সাহায্যে জমা করা নথি যাচাইয়ের কাজ কতটা এগিয়েছে, তা জানতে পারবেন তিনি। মাই আধার পোর্টালের সাহায্যে গোটা প্রক্রিয়াটি ঘরে বসেই করতে পারবেন গ্রাহক।

প্রতি ১০ বছর অন্তর আধারের তথ্য ভান্ডার গ্রাহকদের আপডেট করতে বলেছে ইউআইডিএআই। নাবালক-নাবালিকা সন্তানের বয়স পাঁচ বছরের কম হলে অন্তত দু’বার আধার তথ্য আপডেট করতে হবে। প্রথম বার শিশুটির বয়স পাঁচ বছর অতিক্রম হলে এটি করতে হবে। দ্বিতীয় বার ১৫ বছরে পা দিলে ফের আধার কার্ডের তথ্য আপডেট করতে বলেছে ইউআইডিএআই। তবে কোনও অবস্থাতেই নাম, জন্মতারিখ বা জন্মস্থান সংক্রান্ত তথ্য আপডেট করা যাবে না।

আধারের বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হলে গ্রাহককে আধার সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। বায়োমেট্রিক তথ্যের মধ্যে আঙুলের ছাপ, চোখের মণির স্ক্যানিং বা ছবিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউআইডিএআইয়ের ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন তিনি। ফর্মটি পূরণ করে সেখানে বলা যাবতীয় নথি সহযোগে তা আধার সেবা কেন্দ্রে জমা করতে হবে। এর পর নতুন করে বায়োমেট্রিক তথ্য নিয়ে তা আধার কার্ডে সংযুক্ত করবে ইউআইডিএআই।

অন্য বিষয়গুলি:

aadhaar card Aadhaar Card Amendment Aadhaar Update aadhaar card download My Aadhaar Portal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy